বেআইনিভাবে গৃহীত সেশন ফি ফেরত দিতে ইংলিশ মিডিয়াম স্কুলে লিগ্যাল নোটিশ

48

শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন নামে নেওয়া বেআইনি সেশন ফি ফেরত প্রদান এবং স্কুল পরিচালনায় হাইকোর্টের নির্দেশ মতো কমিটি গঠনের ব্যবস্থা নিতে সিলেটের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে লিগ্যাল নোটিশ দিয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশন। আগামী ৩০ দিনের মধ্যে বেআইনি গৃহীত ফি ফেরত প্রদান এবং বাকিদের কাছ থেকে ফি না নেওয়ার ঘোষণা নোটিশ বোর্ডে টাঙানো ও কমিটি গঠনের সুস্পষ্ট ঘোষণা দিতে সিলেটের আনন্দ নিকেতন স্কুল, সিলেট গ্রামার স্কুল, রাইজ ইন্টারন্যাশনাল স্কুল ও বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজকে এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছে অভিভাবক এসোসিয়েশন। ক্রমান্বয়ে অন্যান্য স্কুলেও একই নোটিশ পাঠানো হবে । হাইকোর্টের রায় লংঘন করে এবং জেলা শিক্ষা অফিস ও অভিভাবক এসোসিয়েশনের বারবার তাগিদের পরও শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন নামে সেশন ফি আদায় অব্যাহত রাখায় এসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপির পক্ষে গত বৃহস্পতিবার রেজিষ্ট্রি ডাকযোগে জনস¦ার্থে এই লিগ্যাল নোটিশ দেন এডভোকেট বিদ্যুৎ কুমার দাস। নোটিশে এই আইনজীবী বলেন, প্লে¬ গ্রুপ থেকে এ লেভেল পর্যন্ত প্রতি বছর এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃ ভর্তি ফি, সেশন ফি, একাডেমিক ফি, এনুয়েল চার্জ, বিবিধ বা অন্য কোন নামে কোন ফি নেয়া যাবে না মর্মে মহামান্য হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্তে¦ও তা লংঘন করে এবং এ সংক্রান্ত হাইকোর্টের রায় অনুসরণ করার জন্য জেলা শিক্ষা অফিসারের কার্যালয় হতে একাধিকবার পত্র মারফতে তাগিদের পরও আপনার প্রতিষ্ঠানে বেআইনিভাবে এ নামীয় ফি আদায় করা হয়েছে। এছাড়া ২০০৭ সালের বেসরকারী ইংরেজি মাধ্যম বিদ্যালয় নিবন্ধন নীতিমালা অনুসারে ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক প্রতিনিধির সমন্বয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন সংক্রান্ত হাইকোর্টের রায়ও বাস্তবায়ন হয় নি। নোটিশে আগামী ৩০ কার্য দিবসের মধ্যে ২০১৮/১৯ শিক্ষাবর্ষে এ নামীয় আদায়কৃত ফি শিক্ষার্থী বা তাদের অভিভাবক বরাবরে ফেরত প্রদান ও বছর প্রতি কোন নামে কোন ফি নেয়া হবে না মর্মে বিদ্যালয়ের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে। একই সাথে ব্যবস্থাপনা কমিটিও গঠন করতে বলা হয়েছে। বর্ণিত বিষয়ে কার্যকারী পদক্ষেপ গ্রহণ না করলে দোষীদের বিরুদ্ধে জনস্বার্থে প্রয়োজনীয় সর্বাত্মক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশন সকলের জন্য আধুনিক শিক্ষা নিশ্চিত করনে, ছাত্র/ ছাত্রীদের শিক্ষা ব্যয় কমিয়ে আনতে ও সিলেটের মানুষের স্বার্থে যে কোন পদক্ষেপ গ্রহণে অঙ্গীকারবদ্ধ। বিজ্ঞপ্তি