১৯, ২০ ও ২১নং ওয়ার্ডে পুনরায় নির্বাচনের দাবিতে মানববন্ধন

39

অনুষ্ঠিতব্য ৩০ জুলাই এর সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুরি, জালভোট, ভোট কেন্দ্র দখল সহ নানা অপকর্মের প্রতিবাদে, নির্বাচন বিধিমালা (৪১)৬ বাতিল ও ১৯, ২০ ও ২১নং ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহণের দাবিতে অত্র এলাকার নাগরিকদের উদ্যোগে শনিবার বিকেল ৪টায় শিবগঞ্জ এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গ্লাস প্রতীকে মহিলা কাউন্সিলর প্রার্থী শামামী স্বাধীনের পরিচালনায় ও বক্তব্য রাখেন, বেহালা প্রতীকে মহিলা কাউন্সিলর প্রার্থী মাহমুদা নাজিম রুবী ও বই প্রতীকে মহিলা কাউন্সিলর প্রার্থী ক্ষমা রানী দে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ালিদ হোসেন, জুনেদ আহমদ কামাল, সেবুল আহমদ, শরীফ আহমদ, হেলাল, আজাদ, শাহেদ, সিলু, বিকাশ, ইফতেখার আলী, জাবেদ হক, শিপলু দে, জয়, আশরাফুল, নাসির বেপারী, স্বপ্না জালাল, নজরুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, বিল্লাল আহমদ, ইয়াসমিন বেগম, রেজাউল করিম, রমজান আলী, কামরুল ইসলাম, ফারুক আহমদ, তানভীর আহমদ, আরিফ আহমদ, দীপন, জামাল হোসেন, আবুল হোসেন, শাহাদত হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গত ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৯, ২০ ও ২১নং ওয়ার্ডে নির্বাচনের দিন বেসামাল অনিয়ম, কারচুপি, জালভোট, টেবিল কাস্ট, ভোটকেন্দ্র দখল করে জনৈক মহিলা কাউন্সিলর প্রার্থীর কতিপয় সমর্থনকারী সন্ত্রাসীরা। আমরা অত্রওয়াগুলোর ফলাফল বাতিল ও পুনরায় ভোট গ্রহণের দাবী জানাচ্ছি। পাশাপাশি নাগরিকদের ভোটাধিকারে নির্বাচন কমিশনের প্রতি উদাত্ত আহ্বান জানান। বিজ্ঞপ্তি