আগুন, ভাঙচুর ও মারপিটের ভয়ে রাস্তায় গাড়ি নামছে না – সড়কমন্ত্রী

48

কাজিরবাজার ডেস্ক :
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছেন, নিরাপত্তাহীনতার আশঙ্কা থেকে রাস্তায় বাস নামাচ্ছেন না পরিবহন মালিকরা। সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির চালকরাও আশঙ্কার কথা তাকে জানিয়েছেন বলে জানান মন্ত্রী।
শুক্রবার সকালে রাজধানীতে অঘোষিত বাস ধর্মঘট নিয়ে এক প্রশ্নে সাংবাদিকদের এ কথা বলেন সড়কমন্ত্রী।
নিরাপদ সড়ক নিশ্চিত করতে শিক্ষার্থীদের টানা আন্দোলন ও ব্যাপকহারে গাড়ির কাগজ ও লাইসেন্স পরীক্ষার মধ্যে শুক্রবার হঠাৎ বিনা ঘোষণায় কার্যত পরিবহন ধর্মঘট শুরু হয়ে গেছে। ঢাকার সঙ্গে স্বল্প পাল্লার এবং দূরপাল্লার বিভিন্ন রুটে চলছে না বাস। আর কোনো ঘোষণা ছাড়া এই পরিস্থিতিতে তীব্র ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
কাদের বলেন, ‘আগুনের ভয়ে ভাঙচুরের ভয়ে, মারপিটের ভয়ে অনেক যানবাহন রাস্তায় নামছে না।’
ছাত্রদের এই আন্দোলনে পাঁচ দিনে ৩১৭টি বাস ভাঙচুর এবং আটটিতে আগুন দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সড়কমন্ত্রী বলেন, ‘আমি নিজেই গতকাল পর্যন্ত বিআরটিসির গাড়ি চালিয়েছিলাম। সে ড্রাইভাররা এখন জীবনের আশঙ্কায় নিরাপত্তার ভয়ে গাড়ি চালাতে চায় না।’