পার্টির চেয়ারম্যানের নির্দেশনা ॥ নেতাদের টক শোতে যেতে এরশাদের অনুমতি লাগবে

29

কাজিরবাজার ডেস্ক :
জাতীয় পার্টির কোনো নেতাকে টেলিভিশন টক শোতে অংশ নিতে হলে দলীয় চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অনুমতি নিতে হবে। এছাড়া টেলিভিশন, দৈনিক পত্রিকা, অনলাইন পোর্টালসহ সব গণমাধ্যমে সাক্ষাৎকার দিতেও পার্টি চেয়ারম্যানের অনুমতি নিতে হবে।
শুক্রবার বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এই নির্দেশনা জারি করেছেন। এরশাদের ডেপুটি সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আদেশ ইতোমধ্যেই কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।
প্রসঙ্গত, জাতীয় পার্টি এখন সংসদের প্রধান বিরোধী দল। আবার সরকারেও তাদের অংশ আছে। মন্ত্রিসভায় আছেন দলটির দুজন নেতা। এছাড়া দলীয় প্রধান প্রধানমন্ত্রীর বিশেষ দূত। সাবেক স্বৈরশাসক এরশাদের স্ববিরোধী অবস্থান নিয়ে প্রায়ই বিভিন্ন টক শোতে বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হতে হয় জাতীয় পার্টির নেতাদের। ধারণা করা হচ্ছে, এজন্যই আপাতত টক শোতে অংশগ্রহণের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছেন জাপা চেয়ারম্যান।