কমলগঞ্জে ঝরে পড়া রোধে দূরবর্তী স্কুল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

18

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জে ঝরে পড়া রোধে নিয়মিত বিদ্যালয়ে আসা যাওয়ার জন্য ৭টি উচ্চ বিদ্যালয়ের ৬৪ জন ছাত্রীর মাঝে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাইসাইকেল বিতরণ করা হয়। কমলগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোক্তাদির হোসেন পিপিএম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রধান শিক্ষক মো: হুমায়ূন কবির, প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস। আলোচনা সভা শেষে কমলগঞ্জ উপজেলার ৭টি উচ্চ বিদ্যালয়ের ৬৪জন ছাত্রীর মাঝে ৬৪টি বাইসাইকেল বিতরণ করা হয়।