২৭ ওয়ার্ডের ৪ কেন্দ্রের ফলাফল বাতিলের দাবি আছমার

35

সিলেট সিটি করপোরেশনের ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের জহির তাহির উচ্চ বিদ্যালয়, গোটাটিকর উচ্চ বিদ্যালয় ১৩০, ১৩১, ১৩২ ও ১৩৩ নম্বর কেন্দ্রের ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন সাবেক মহিলা কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী আছমা বেগম। গত মঙ্গলবার সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদনে পোলিং এজেন্টদের বের করে জাল ভোট প্রদানের অভিযোগ করেন তিনি।
লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, ৩০ জুলাই সিসিক নির্বাচনের দিন তার বই প্রতীকের এজেন্টদের জহির তাহির উচ্চ বিদ্যালয় ও গোটাটিকর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পুরুষ ও মহিলা ভোটারদের কেন্দ্র থেকে বের করে দেন মহিলা কাউন্সিলর পদপ্রার্থী এড. রোকসানা বেগম শাহনাজের পক্ষে প্রচুর পরিমাণে জাল ভোট প্রদান করা হয়।
ভোট গণনার সময় ব্যালট পেপারের পেছন দিকে পোলিং অফিসারের গোল সিল না থাকার বিষয়টি প্রিসাইডিং অফিসারদের জানালেও বিষয়টি আমলে না নিয়ে তারা সকল ব্যালট পেপার বৈধ ঘোষণা করেন।
লিখিত আবেদনে ৪টি কেন্দ্রের ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের আবেদন জানান তিনি। বিজ্ঞপ্তি