তৃণমূল নেতা-কর্মীদের মাঝে আনন্দ উৎসাহ ও উদ্দীপনা ॥ ছাতকে স্বাধীনতার ৪৭ বছর পর জাতীয় শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন লাভে আনন্দ মিছিল

64

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে ৫১ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন লাভ করেছে। স্বাধীনতার ৪৭ বছর পর এ উপজেলায় সর্ব প্রথম জাতীয় শ্রমিক লীগের কমিটি অনুমোদন লাভ করায় তৃণমূল নেতা-কর্মীদের মাঝে আনন্দ উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। শনিবার সুনামগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক সেলিম আহমদ ও সদস্য সচিব সাইফুল ইসলাম মুবিন স্বাক্ষর করে ছাতক উপজেলার নবাগত সভাপতি আবু বক্কর রাজা মিয়া ও সাধারণ সম্পাদক ছায়াদ মিয়ার কাছে অনুমোদন কপি প্রদান করেন। এ সময় জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ছাতক উপজেলার নবাগত শ্রমিক লীগের কমিটিকে অভিনন্দন জানিয়ে রবিবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জে এক আনন্দ মিছিল বের করা হয়। শ্রমিক লীগের সভাপতি আবু বক্কর রাজা মিয়ার নেতৃত্বে মিছিলটি কলেজ গেইট এলাকা থেকে শুরু হয়ে সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে অলডেইজ এলাকায় এক পথসভায় মিলিত হয়। শ্রমিক লীগের সভাপতি আবু বক্কর রাজা মিয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি আখতারুজ্জামান রাজু এবং খালেদ আহমদের যৌথ পরিচালনায় দীর্ঘ ৪৭ বছর পর ছাতক উপজেলায় শ্রমিক লীগের নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়ায় সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের আহবায়ক সেলিম আহমদ ও সদস্য সচিব সাইফুল ইসলাম মুবিন এবং ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ মুহিবুর রহমান মানিককে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ নেতা আফজাল হোসেন, মুজাহিদ আলী, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকীলগের সহ-সভাপতি বাবুল রায়, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান জুসেফ, হারুন মিয়া, উপজেলা ছাত্রলীগের দ্বীনুল ইসলাম শ্যামল, শিপলু আহমদ, জাতীয় শ্রমিকলীগ ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি রুহুল আমীন শাহজাহান, মোহাম্মদ আলী বাবু, হাবিবুর রহমান কাজল, তাইদুল ইসলাম, আবদুর রহমান, রাসেদ আলী, সাধারণ সম্পাদক ছায়েদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক বিরহাম আলী, লোকমান হোসাইন ও খালেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলী খান, শাহ আলম ও আমিনুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নানু মিয়া, সহ-প্রচার সম্পাদক ছায়াদ মিয়া, দপ্তর সম্পাদক মাসুদ রানা তারেক, সহ-দপ্তর সম্পাদক জুনেদ আহমদ, অর্থ সম্পাদক জয়নাল আবেদীন সাজু, সহ-অর্থ সম্পাদক কৃতিশ দাস, আইন বিষয়ক সম্পাদক সায়েক মিয়া, সহ-আইন বিষয়ক সম্পাদক নুর আলম, শিক্ষা সাহিত্য গবেষণা সম্পাদক রফিক মিয়া, সহ-সাইফুল ইসলাম, ক্রিড়া সম্পাদক শৈকত আহমদ, সহ-রহিম উদ্দিন মিনার, শ্রমিক কল্যাণ সম্পাদক কমরু মিয়া, সহ-ওয়াসিম আহমদ প্রমুখ। এ সময় শ্রমিক লীগের নুরুল আমীন, আলী শাহ, এনামুল হক, আলাউদ্দিন, কামরুজ্জামান পারভেজ, মোহাম্মদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।