গোলাপগঞ্জে বিলাসবহুল গাড়ীতে ইয়াবা গাড়ীসহ আটক ১

386

সেলিম হাসান কাওছার গোলাপগঞ্জ থেকে :
গোলাপগঞ্জে বিলাসবহুল প্রাইভেট কারে ইয়াবার চালান নিয়ে যাওয়ার সময় মাসুক আহমদ (৩৫) নামে শীর্ষ এক ইয়াবা বিক্রেতাকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে মৌলভীবাজার জেলার বড়লেখা থানার সাটঘরি গ্রামের ময়না মিয়ার ছেলে। গতকাল শনিবার গোপন সংবারে ভিত্তিতে সিলেট মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ক সার্কেলের ইন্সপেক্টর তাজুল ইসলাম সঙ্গীয় টিম নিয়ে গোলাপগঞ্জ উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের এমসি একাডেমী মডেল স্কুল এন্ড কলেজের সামন থেকে ১৭৯পিস ইয়াবা টেবলেটসহ তাকে আটক করেন। ঐ মাদক বিক্রেতা ঢাকা মেট্রো-গ ২৬-৩৪৮৩ নম্বরের ২২ লক্ষ টাকা মূল্যের একটি বিলাসবহুল প্রাভেট কারে করে বিয়ানীবাজার থেকে সিলেটের উদ্দেশ্য রওয়ানা হয়। পরে মাদক নিয়ন্ত্রণ আইনে তাজুল ইসলাম বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় একটি মামলা করে আটককৃত আসামীকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করেন। এব্যাপারে সিলেট মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ক সার্কেলের ইন্সপেক্টর তাজুল ইসলামের সাথে আলাপ করা হলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন সে একজন বড় ইয়াবা ব্যবসায়ী। তাকে ধরার জন্য আমাদের সোর্স প্রায় ১৫দিন থেকে কাজ করে আসছিল। ওই মাদক বিক্রেতা বিলাসবহুল গাড়ী করে দীর্ঘদিন থেকে ইয়াবার বড় বড় চালান সিলেটের বিভিন্ন স্থানে সাপ্লাই দিত। দুপুর আড়াইটায় আমাদের লোকজন গোলাপগঞ্জ থানায় তাকে হস্তান্তর করে। তিনি বলেন এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। এর এক সপ্তাহ আগে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই অফিসার উপজেলার ঢাকাদক্ষিণ দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের মৃত তমন আলীর ছেলে নজরুল ইসলাম (৩০) কে তার নিজ বাড়ী থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলীর সাথে আলাপ করা হলে তিনিও আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকের পর তারা ওই মাদক ব্যবসায়ীকে থানায় হস্তান্তর করে এবং মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে ওই আসামীর বিরুদ্ধে।