বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার

83

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমার মোগলাবাজার থেকে বিপুল পরিমান ইয়াবাসহ ২ মাদক সম্রাটকে গ্রেফতার করে র‌্যাব-৯’র সদস্যরা। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে শ্রীরামপুর চৌমোহনী বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- জকিগঞ্জ থানার পশ্চিম বেউর গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র মো: আব্দুস সামাদ (২৬) ও একই থানার লোহারমহল গ্রামের সেলিম আহমদের পুত্র জাহেদ আহমদ (২১)।
র‌্যাব জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে মোগলাবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এসএমপির মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর চৌমোহনী বাজারস্থ যাত্রী ছাউনীর সামনে থেকে ১টি সিএনজি ও বিপুল পরিমান ইয়াবাসহ পেশাদার মাদক সম্রাট মোঃ আব্দুস সামাদ ও জাহেদ আহমদকে গ্রেফতার করে র‌্যাব-৯। উল্লেখ্য যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ জানতে পারে কতিপয় শীর্ষ মাদক ব্যবসায়ী সিএনজি করে বিপুল পরিমান ইয়াবার চালান নিয়ে জকিগঞ্জের সীমান্ত এলাকা থেকে সিলেট শহরের দিকে আসছিল। গ্রেফতারকৃতরা সিএনজির টুল বক্সের অভ্যন্তরে কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার ২৫ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫০ লক্ষ ১২ হাজার ৫শ’ টাকা। অপর ২ মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তাদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সংঙ্ঘবদ্ধ ভাবে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। তারা দেশের বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে থাকে। তাদের সংগ্রহ করা মাদক তারা অভিনব কৌশলে মজুদ করে পরিবহন করে। তাদের মজুদকৃত মাদকদ্রব্য, তাদের গড়ে তোলা মাদক নেট ওয়ার্কের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা শহরে তারা সরবরাহ করে থাকে। উদ্ধারকৃত মাদকদ্রব্য, সিএনজি ও গ্রেফতারকৃত আসামীদেরকে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।