বিভিন্ন স্থানে গণসংযোগ ও সভায় মেয়র প্রার্থী কমরান ॥ মাস্টারপ্ল্যানে সাজাব সিলেট নগরী

51

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, সর্বদা সিলেটবাসীর পাশে রয়েছি। নগরী এবং নগরবাসীর কল্যাণ ও উন্নয়নে সাধ্যমতো চেষ্টা করেছি। মেয়র থাকাকালে নগরীর উন্নয়নে মাস্টারপ্ল্যান গ্রহণ করেছিলাম। এবার নির্বাচিত হলে সেই মাস্টারপ্ল্যান অনুযায়ী পুরো নগরীকে সাজাব। সিলেটকে রূপ দেব দেশের প্রথম ডিজিটাল নগরী হিসেবে।
বৃহস্পতিবার সকালে নগরীর ১৪ ও ২৩নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে নৌকার সমর্থনে অনুষ্ঠিত জনসভায় ও গণসংযোগকালে তিনি এ কথা বলেন। বদর উদ্দিন আহমদ কামরান বলেন, আওয়ামী লীগ শান্তি, সমৃদ্ধি ও অগ্রযাত্রায় বিশ^াসী। নৌকা প্রতীকের বিজয় মানে সর্বত্র উন্নয়নের জোয়ার। তাই আসন্ন নির্বাচনে সবাই মিলে নৌকা প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নে অংশীদার হোন। সম্পৃক্ত হোন উন্নত ও আধুনিক সিলেট নগরী গড়ার অভিযাত্রায়।
কামরান বলেন, যে মুখে বলে এক আর অন্তরে লালন করে আরেক। তাকে মানুষ পছন্দ করে না। কাজ করতে হবে সবার শান্তি ও কল্যাণে। সন্ত্রাস-লুটপাট করে, হুমকি-ধমকি দিয়ে এবং নাটক সাজিয়ে কখনো মানুষের সমর্থন আদায় করা যাবে না।
সহজ-সরল নগরবাসীকে কেউ কেউ বিভ্রান্ত করার চেষ্টা করছেন উল্লেখ করে কামরান বলেন, কারো ধোকাবাজিতে বিভ্রান্ত হবেন না। সুন্দর ও আধুনিক নগরী গড়তে সবাই নৌকা প্রতীকে নিজেদের মূল্যবান ভোট দিন।
সকাল ১০টায় বদর উদ্দিন আহমদ কামরান নগরীর ১৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় স্থানীয় লোকজন নৌকার পক্ষে নানা শ্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। এসময় কামরান সবার সাথে কুশল বিনিময় করে দোয়া ও সমর্থন চান। স্থানীয় লোকজনও কামরানকে সমর্থন জানিয়ে তাকে সার্বিকভাবে সহযোগিতার আশ^াস দেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, ১৪নং ওয়ার্ড সভাপতি হাজী সোনা মিয়া, মো. আব্দুর রহমান, নজরুল ইসলাম শামীম, মো. কামাল আহমদ, মো. আব্দুল গফফার মিন্ট, মো. কয়েছ খান, এম.এ মতিন, মো. আব্দুর রহিম, বখতিয়ার আহমদ, মান্না মিয়া, মো. মনু মিয়া, মো. বাদল মিয়া, মো. ওয়াসীম, বিজয় কুমার দেব, রাজু আহমেদ, স্বপন কর্মকার, উত্তম কুমার ঘোষ, কাজী মুহিত সুমন, দীপক রবিদাস, বনি চক্রবর্তী, পিন্টু বৈদ্য, আতিকুর রহমান, নিমু মজুমদার, মামুন খান জনি, ইব্রাহীম আলী, হাজী গুলজার আহমদ, ছালেহ আহমদ, ধনেশ দেব, বাপ্পি চন্দ, জনি দেব, তারেক আহমদ প্রমুখ।
সকাল ১১টায় বদর উদ্দিন আহমদ কামরান নগরীর ২৩নং ওয়ার্ডে গণসংযোগে যান। এসময় তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকার লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- খসরু মিয়া, সোহাগ, জনি, কফিল আহমেদ, বাপ্পা সিংহ, মুমিন সিংহ, মখলিস মিয়া, শেখ হিরা, বাবুল মিয়া, শফিক মিয়া, দারা মিয়া, মাহমুদ মিয়া প্রমুখ।
৭নং ওয়ার্ডে নৌকার সমর্থনে পথসভা : সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে নগরীর ৭নং ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে পথসভায় বক্তব্য রাখেন মেয়রপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। আওয়ামী লীগ নেতা লায়েক আহমদের সভাপতিত্বে ও মনু মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, মহানগর আওয়ামী লীগ নেতা লোকমান আহমদ, যুবলীগের যুগ্ম আহমদ সেলিম আহমদ সেলিম, বেলাল খান, সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলম, ৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ওমর ফারুক, লাহীন প্রমুখ।
আম্বরখানা মণিপুরীপাড়ায় মতবিনিময় সভা : বৃহস্পতিবার রাতে মণিপুরী সম্প্রদায়ের উদ্যোগে নগরীর আম্বরখানা মণিপুরীপাড়ায় নৌকা প্রতীকের সর্মথনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেনু ভূষণ ব্যানার্জির সভাপতিত্বে ও সমরেন্দ্র সিং এর পরিচালনায় সভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুদীপ রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মতি, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুবলীগ নেতা বেলাল খান, এডভোকেট মৃতুঞ্জয় ধর ভোলা, মলয় পুরকায়স্ত, ব্যবসায়ী বাসুদেব, মিঠু তালুকদার, এডভোকেট আব্বাস, প্রশান্ত কুমার সিংহ, উত্তম সিংহ রতন, মুক্তিযোদ্ধা মনমোহন সিংহ, আনন্দ মোহন সিংহ, পঞ্চু সিংহ, নিপেন্দ্র সিংহ প্রমুখ।
শাহী ঈদগাহ এলাকায় গণসংযোগ : সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান নগরীর শাহী ঈদগাহ এলাকায় গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার বিকেলে গণসংযোগকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়অমী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জুবের খান, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ, মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম আহমদ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী কুতুব উদ্দিন, আওয়ামী লীগ নেতা আকবর হোসেন সেলিম, ফজলুল হক, মিলাদ নূর, এনামুল হক, নিজাম উদ্দিন, এএইচএম ওবায়দুল রাসেল প্রমুখ।
মদিনা মার্কেটে নৌকার সমর্থনে পথসভা : সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও নৌকা প্রতীকের সমর্থনে বুধবার রাতে নগরীর মদিনা মার্কেকে পথসভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিকের সভাপতিত্বে এবং মহানগর আওয়ামী লীগ নেতা প্রিন্স সদরুজ্জামান ও এডভোকেট সৈয়দ শামীম আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, মহানগর আওয়ামী লীগ সহসভাপতি এডভোকেট রাজ উদ্দিন, দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রনজিত সরকার, উপদপ্তর সম্পাদক জগলু চৌধুরী, মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ফরহাদ বকস, আব্দুর রহমান, সুদীপ দে, মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুস সুবহান, মহানগর যুবলীগ আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক সেলিম আহমদ সেলিম, সিলেট জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহ নুর, জেলা যুবলীগ প্রচার সম্পাদক গোলাম সারওয়ার সবুজ, আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্বাস উদ্দিন, কামাল আহমদ, আলহাজ¦ ফজলুর রহমান, সৈয়দ মাসুম আহমদ, সুলেমান আহমদ, মনিরুজ্জামান সেলিম, নওফেল রেজা বাদশা, দুলাল তালুকদার, মিজানুর রহমান আজাদ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিদ্দেক আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা দেলোয়ার আল আজহার, মুক্তিযোদ্ধা আব্দুল করিম, যুবলীগ নেতা সৈয়দ গুলজার আহমদ, আজাদ হোসেন, সাফায়াত খান, লিটন পাল, আব্দুল লতিফ রিপন, ইমরান আহমদ, সুমন ইসলাম খান, আবু তাহের, এম. রশিদ আহমদ, রেজাউল ইসলাম রেজা, শাহজাহান কবির, কুতুব উদ্দিন প্রমুখ। সভায় কোরআন তেলাওয়াত করেন মাওলানা কমর উদ্দিন জালালাবাদী। গীতা পাঠ করেন অরুন কুমার দেব।
রায়নগরে নৌকার সমর্থনে জনসভা : সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও নৌকা প্রতীকের সমর্থনে বুধবার রাতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ¦ সিরাজ বকস, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মশাহিদ আলী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম পুতুল, প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, মুক্তিযোদ্ধা শওকত আলী, আওয়ামী লীগ নেতা আহবাবুর রহমান চন্দন, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট জুনেল আহমদ, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন রাজা, সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, সাবেক সভাপতি আজিজুর রহমান দুলাল, ১৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুর রব সায়েম, জমসেদ সিরাজ, খালেদ সিরাজ প্রমুখ। বিজ্ঞপ্তি