জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের জন্য মিনিবাস চলাচল বন্ধ

30

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
গাড়ি চালকদের মধ্যে সংঘর্ষের জের ধরে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে যাত্রীবাহী মিনিবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় যাত্রী ভোগান্তি বেড়েছে।
জানা গেছে, গত ২৩ জুলাই সোমবার বিকেলে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া পয়েন্টে গাড়িতে যাত্রী উঠানো নিয়ে মিনিবাস চালক ও অটোরিকশা (সিএনজি) চালকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে সন্ধ্যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজার ও ডাবর পয়েন্টে অটোরিকশা চালকদের হামলায় জগন্নাথপুর উপজেলার ৪ জন মিনিবাস শ্রমিক আহত হন। এ ঘটনার প্রতিবাদে ২৪ জুলাই মঙ্গলবার থেকে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে যাত্রীবাহী মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ থানায় জগন্নাথপুর মিনিবাস শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলেও ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়ায় অনির্দিষ্ট কালের জন্য মিনিবাস চলাচল বন্ধ রয়েছে বলে জগন্নাথপুর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকুল কর জানান।