ধানের শীষের সমর্থনে নগরীতে জমিয়তের গণসংযোগ ॥ ৩০ তারিখে কোন অনিয়ম হলে আলেম-উলামারা ঘরে বসে থাকবে না

28

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর ধানের শীষের সমর্থনে নগরীতে ব্যাপক গণসংযোগ করেছে ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা। ২৫ জুলাই বুধবার মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে নগরীর বিভিন্ন ওয়ার্ডে জমিয়ত নেতৃবৃন্দ গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ সলিম কাসিমী, সাবেক প্রচার সম্পাদক মাওলানা ছালেহ আহমদ শাহবাগী, জেলা যুব জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল আতিক, জমিয়ত নেতা হাফিজ কবির আহমদ, মাওলানা হাফিজ আব্দুল করিম দিলদার, যুব নেতা আবু সুফিয়ান, আব্দুল্লাহ আল মামুন খান, মাওলানা এমাদ উদ্দিন সালিম প্রমুখ।
সকালে বন্দরবাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু করে নগরীর বিভিন্ন পাড়ায় ধানের শীষ মার্কায় ভোট চেয়ে জনসাধারণের কাছে লিফলেট বিতরণ করেন। বাদ জোহর ধোপাদীঘিরপূর্বপারস্থ সিটি কর্পোরেশন মসজিদের সামনে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান বলেন, ধানের শীষের গণজোয়ার দেখে পুলিশ বাহিনী ব্যাপরোয়া হয়ে উঠেছে। এমনকি নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। কোন হুমকি-ধমকি আমাদের ধানের শীষের বিজয়কে ঠেকাতে পারবে না। মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবার তাদের প্রিয় প্রতীক ধানের শীষকে বিজয়ী করবে। ৩০ তারিখের নির্বাচনে কোন অনিয়ম সিলেটবাসী বরদাশত করবে না। এমনকি আলেম-উলামারাও ঘরে বসে থাকবে না। বিজ্ঞপ্তি