ওসমানীনগরে মৎস্য বিক্রেতাকে জরিমানা

32

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে অভিযান পরিচালনা করে ৯ ইঞ্চির কম মাছ বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচলনা করে দুই মৎস্য ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা ও কারেন্ট জাল বিক্রির অপরাধে আরো এক ব্যবসায়ীকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়। গত সোমবার দুপুরে উপজেলার গোয়ালাবাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম। এদিকে গোয়ালাবাজার তাজপুর বাজারে মৎস্য সাপ্তাহ উপলক্ষে মৎস্য ব্যবসায়ী ও জেলেদের নিয়ে জনসেচতনতামূলক সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। সভা শেষে বাজারে বিক্রয়ের জন্য আসা মাছে ফরমালিন পরীক্ষা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম অভিযান পরিচালনা ও জরিমানার আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ৯ ইঞ্চির কম মাছ বিক্রি, পোনা মাছ ধরা এবং কারেন্ট জাল ব্যবহার না করার জন্য প্রতি বাজারে জেলে ও মৎস্য ব্যবসায়ীকে নির্দেশনা দেয়া হয়েছে।