নাগরিক সেবা ও কাক্সিক্ষত উন্নয়নই হবে আমার নগর পরিচালনার মূল চাবিকাঠি ——-এডভোকেট জুবায়ের

54

আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সম্মানীত নগরবাসীই হলেন নগরীর মূল ভিত্তি। তাই সর্বাগ্রে নাগরিক সেবাকে প্রাধান্য দিয়ে কাক্সিক্ষত ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে হবে। নগরবাসীকে নিয়ে নগর পরিচালনার মাধ্যমে একদিকে যেমন উন্নয়ন নিশ্চিত হবে, অপরদিকে সামাজিক বন্ধন আরো সুদৃঢ় হবে। টেবিল ঘড়ি মার্কায় ভোট দিয়ে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করুন এবং শান্তির নগরী গড়ে তুলতে এগিয়ে আসুন।
তিনি মঙ্গলবার টেবিল ঘড়ি মার্কার সমর্থনে নগরীর দর্শনদেউড়ী এলাকায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এছাড়াও এডভোকেট জুবায়ের দিনভর নগরীর আম্বরখানা, গোয়াইটুলা ও বড়বাজার এলাকা ছাড়াও নগরীর বিভিন্ন পয়েন্ট, বিপনী বিতান, প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে পৃথক গণসংযোগ করেন ও উঠান বৈঠকে যোগ দেন।
দর্শনদেউড়ী এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল মন্নানের সভাপতিত্বে ও ছাত্রনেতা সিদ্দিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, লেবারপার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপির সিলেট জেলা সভাপতি সায়েদুর রহমান চৌধুরী রুপা, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সহকারী মহাসচিব প্রিন্সিপাল মাওলানা জহুরুল হক, এনডিপি জেলা সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বিজেপি জেলা সদস্য সচিব ডা: একেএম নুরুল আম্বিয়া, সিলেট জেলা উত্তর জামায়াতের নায়েবে আমীর সৈয়দ ফয়জুল্লাহ বাহার, বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, ক্বারী আলাউদ্দিন, সাবেক ছাত্রনেতা শফিকুল আলম মফিক, ছাত্রনেতা বদরুল হাসান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি