লাইসেন্স ছাড়া পোল্ট্রি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

60

স্টাফ রিপোর্টার :
সিলেটে লাইসেন্স ছাড়া মৎস্যখাদ্য বিক্রির অপরাধে একটি পোল্ট্রি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার বিমানবন্দর এলাকার নূর মোহাম্মদ বহুমুখী ফিড এন্ড পোল্ট্রি প্রোডাক্ট নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স।
তিনি বলেন, মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী লাইসেন্স ব্যতীত মৎস্যখাদ্য বিক্রির অপরাধে এ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে মৎস্য আইন বাস্তবায়নে সিলেট নগরীর আম্বরখানা এলাকার মৎস্য বাজারে ফরমালিন বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। তবে এসময় কোন বিক্রেতার মাছে ফরমালিনের উপস্থিতি না পেলেও মৎস্য বিক্রেতাদের সচেতনতা বৃদ্ধি ও জনস্বাস্থ্য রক্ষার্থে এই আইনে সতর্ক করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্সের নেতৃৃত্বে চলা এ অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দ্বিজরাজ বর্মণ এবং সার্বিক সহযোগিতা করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ।