বাকী জীবনটা সিলেটবাসীর সেবায় কাটাতে চাই – ডা. মোয়াজ্জেম হোসেন খান

36

আমি সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৭ বছর এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজে ১৩ বছর লাখো মানুষের চিকিৎসা সেবা দিয়ে এসেছি। আমার বাকী জীবনটাও সিলেটবাসীর জন্য করতে চাই।
সিসিক নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান শনিবার বিকাল ৩টায় নগরীর কীনব্রীজ এলাকায় গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি আরো বলেন, ‘মানুষ বর্তমান শাসকগোষ্ঠীর হাত থেকে মুক্তি চায়। বিকল্প শক্তি খুঁজে পাচ্ছে না। মানুষ সন্ত্রাস, দুর্নীতিমুক্ত সমাজ চায়। শান্তিপূর্ণ সমাজব্যবস্থা চায়। বিকল্প সঠিক কোনও প্ল্যাটফর্ম না থাকায় তারা ইসলামের দিকে ঝুঁকছে। গণসংযোগকালে হাতপাখার সমর্থনে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। সেই ধারাবাহিকতায় হাতপাখা মার্কায় ভোট দিয়ে বিজয়ের মালা পড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, যখনই ইসলামের ওপর কোনও কালো ছায়া নেমে আসে তখনই আলেমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তাই আলেম উলামার দল ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কাকে সিটি নির্বাচনে বিজয়ী করতে হবে।
শনিবার দিনব্যাপী নগরীর কাজির বাজার, তালতলা, জিতু মিয়ার পয়েন্ট, কুয়ারপার সহ বিভিন্ন এলাকায় হাতপাখা মার্কায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন তিনি। এতে ব্যাপক সাড়াও মেলে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, মহানগর সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান, সেক্রেটারী হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন,বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলার সদর মুফতি মোঃ ফখর উদ্দীন, নায়েবে সদর হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, সাধারণ সম্পাদক ইসহাক আহমদ, ইসলামী যুব আন্দোলন জেলার সভাপতি মাওলানা নজির আহমদ, সহসভাপতি আব্দুল জলিল, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ শিহাব উদ্দিন, জেলা সভাপতি মো. আবু তাহের মিসবাহ, সাধারণ সম্পাদক ইসমাইল আহমদ, জেলার সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব, সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমির উদ্দিন, সিলেট-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এম.এ মতিন বাদশা প্রমুখ। বিজ্ঞপ্তি