দোয়ারাবাজারে নদী ভাঙন রোধ পরিদর্শনে সচিব ॥ সুরমার ভাঙন রোধে বড় প্রকল্প গ্রহণসহ চলমান কাজ দ্রুত বাস্তবায়নের তাগিদ

65

দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
দোয়ারাবাজার উপজেলা সদরসহ বিস্তৃীর্ণ এলাকার সুরমা নদী ভাঙনসহ চলমান নদী ভাঙন রোধ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার। শনিবার উপজেলা সদরে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের সময় সচিব উপজেলা সদরে ২শ‘ ৩০ মিটার ১ কোটি ৫৮ লাখ টাকার চলমান প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন। এ সময় আরো ২শ‘ ৫০ মিটার নদী ভাঙন প্রতিরোধের টেন্ডার প্রক্রিয়াধীনরয়েছে। আগামী শুষ্ক মৌসুমে ভাঙন প্রতিরোধে দেড় কিলোমিটার সিসি ব্লক বসানো ছাড়াও নদীর চড়ে ড্রেজিং করা হবে। তিনি উপজেলার বিস্তৃর্ণ এলাকার ভাঙনরোধে শীঘ্রই ড্রেজিংসহ বড় প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণের নির্দেশ দেন পাউবোকে।
সুরমার ভাঙন এলাকা পরিদর্শনের সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, সিলেট পাউবো‘র প্রধান প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার, তত্তাবধায়ক প্রকৌশলী এসএম শহিদুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাস, সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বকর ছিদ্দিক, নির্বাহী প্রকৌশলী-২ খুশি মোহন সরকার, বিভাগীয় প্রকৌশলী আক্তারুজ্জামান, এসও মাহবুব আলমউপজেলা নদী ভাঙনপ্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।