বাংলাদেশ মানবাধিকার কমিশন’র সিলেট বিভাগীয় সম্মেলনে জেলা ও দায়রা জজ ॥ মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

115

সিলেট জেলা ও দায়রা জজ গোলাম মর্তুজা মজুমদার বলেছেন- মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এতে করে মানুষের মানবাধিকারের আরো সুরক্ষিত হবে। তিনি বলেন- পদপদবি বড় নয়, কাজ করে গেলে এর সুফল সবাই পাবে। তিনি শনিবার দুপুরে আম্বরখানাস্থ একটি হোটেলে বাংলাদেশ মানবাধিকার কমিশন’র সিলেট বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় জেলা ও দায়রা আরো বলেন- বাংলাদেশ মানবাধিকার কমিশন সুচনালগ্ন থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ কমিশন মানুষের অধিকার রক্ষায় কাজ করছে। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মত আমাদের দেশেও এ কমিশন জোরালোভাবে কাজ করে যাচ্ছে। তিনি মানবাধিকার রক্ষায় সংগঠনের সকল সদস্যকে আরো বেশি কাজ করার উপর তাগিদ দেন। এ ক্ষেত্রে তার সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান।
সম্মেলনের উদ্ভোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক ড. সাইফুল ইসলাম দিলদার।
বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট বিভাগীয় সম্মেলন কমিটির আহবায়ক ড. আর. কে ধরের সভাপপতিত্বে যুগ্ম সদস্য সচিব মো. ইসলাম উদ্দিন ও রাশেদুজ্জামান রাশেদের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন র‌্যাব-৯ এর পরিচালক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমদ ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হুসাইন আহমদ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা মানবাধিকার কমিশনের সহ সভাপতি গোলজার আহমদ ও মাজেদা খানম, ঢাকা মহানগর শাখার গভর্নর সিকন্দর আলী জাহিদ, খুলনা বিভাগ শাখার ডেপুটি গভর্ণর এস.কে আব্দুল্লাহ, এডভোকেট হোসেন আহমদ শিপন, এডভোকেট কানন আলম, এডভোকেট জাকিয়া সুলতানা রিপা, সিলেট মহানগর শাখা সভাপতি এম.এ মান্নান, হবিগঞ্জ জেলা শাখা সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা শাখা সভাপতি ফৌজিয়া শামীম, মৌলভীবাজার জেলা শাখা সাধারণ সম্পাদক শাহীন আহমেদ চৌধুরী, হবিগঞ্জ জেলা শাখা সাধারণ সম্পাদক এস.এম খোকন, সুনামগঞ্জ জেলা শাখা সাধারণ সম্পাদক মো. শাকিল আহমদ, নারায়ণগঞ্জ মহানগর শাখা সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান, বৃহত্তর মিরপুর শাখা সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মুন্না। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফারুক আহমেদ শিমুল। বিজ্ঞপ্তি