বৃষ্টি এলে

34

কবির কাঞ্চন

সকাল থেকে বৃষ্টি পড়ে
ঝুম ঝুমা ঝুম শব্দ করে
কী যেন কী হয়!
ঘন মেঘে বৃষ্টি ফলে
বারেবারে বিজলী জ্বলে
খোকার মনে ভয়।

হারিয়ে গিয়ে বনের পাখি
লুকিয়ে মেলে নিটোল আঁখি
কন্ঠে ধরে গান,
শুষ্ক বুকে শীতল জলে
কোষে কোষে নৃত্য চলে
জাগে তরুর প্রাণ।

সাগর নদী বিলে ঝিলে
ধূলিমাখা পানি গিলে
মরাপুকুর জাগে,
মৎস্য ছুটে হাওর পানে
বড়শিওয়ালা মাছের টানে
ছুটে সবার আগে।

বৃষ্টি এলে দুষ্ট ছেলে
গা ভিজিয়ে সুখে খেলে
জলের ছিটাছিটি,
আদুল গায়ে পায়ে পায়ে
ছুটে চলে ডানে বায়ে
হাসে মিটিমিটি।