সৌদিতে সড়ক দুর্ঘটনায় আহত কানাইঘাটের এক ব্যক্তি ৩ বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন

52

কানাইঘাট থেকে সংবাদদাতা :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সংজ্ঞাহীন অবস্থায় সেখানাকার একটি হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন কানাইঘাটের ঈসা মিয়া (৫৫) গত মঙ্গলবার রাত ৯টার দিকে মারা গেছেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে আত্মীয়-স্বজনরা বারবার কান্নায় মূর্ছা যাচ্ছেন।
জানা যায় কানাইঘাট বড়চতুল ইউপির দূর্গাপুর গ্রামের মৃত মাষ্টার ফয়জুল হোসেনর পুত্র ৩ সন্তানের জনক ঈসা মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন। মাঝে মধ্যে তিনি ছুটি নিয়ে দেশে আসতেন। প্রায় ৩ বছর পূর্বে সৌদি আরবের দামাম এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে জ্ঞান হারান প্রবাসী ঈসা মিয়া। দুর্ঘটনার পর দামমামের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকাবস্থায় ঈসা মিয়ার দুর্ঘটনা জনিত আঘাতের ঘটনায় তিনি সুস্থ হলেও স্বাভাবিক ভাবে একেবারে ও তার জ্ঞান ফিরে না আসায় হাসপাতালে তিনি প্রায় ৩ বছর ধরে টানা চিকিৎসাধীন ছিলেন। সংজ্ঞাহীন অবস্থায় গত মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি মারা যান। বাড়ীতে তার স্ত্রী ও ৩ ছেলে সন্তান রয়েছে। তিন বছর ধরে চিকিৎসাধীন থাকা ঈসা মিয়ার মৃত্যুর সংবাদ প্রবাসীদের মধ্যে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। কানাইঘাটের অসংখ্য সৌদি প্রবাসী তাকে দেখতে হাসপাতালে ভীড় জমান বলে ঈসা মিয়ার ছোট ভাই বর্তমান সৌদি আরবে কর্মরত হাফিজ মোহাম্মদ আলী সহ অনেক প্রবাসী ফোনের মাধ্যমে জানিয়েছেন। ঈসা মিয়ার লাশ দেশে আনার প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।