হাইকোর্ট থেকে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের ৩৫ নেতাকর্মীর জামিন লাভ

51

নবগঠিত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের ৩৫ জন নেতাকর্মী হাইকোর্ট থেকে দুটি মামলায় আগাম জামিন পেয়েছেন। সোমবার (২ জুলাই) বিচারপতি এনায়েতুল করিম তাদের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
গত ১৫ জুন ছাত্রদলের উপর হামলা ও ২৩ জুন পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয় নবগঠিত সিলেট ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের উপর। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন সংগ্রাম আরো বেগবান করতে নবগঠিত এ কমিটিদ্বয় বিক্ষোভ মিছিল বের করে সিলেট নগরীতে। বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় ছাত্রদলের নেতাকর্মীরাও পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
জামিনকৃত নেতাকর্মীরা হলেন, মহানগর বিএনপির সিনিয়র সদস্য সাহেদ আহমদ চমন, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য আব্দুল রকিব চৌধুরী, এমদাদুল হক স্বপন, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগরের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী এহছান, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি জুবের আহমদ জুবের, মহানগরের সহ সভাপতি গোলাম আহমদ সেলিম চৌধুরী, আজিজ খান সজিব, হোসেন আহমদ, কামাল হোসেন, ফরহাদ আহমদ, এনামূল হক, ময়নুল ইসলাম, মাসুক আহমদ, কবির আহমদ উজ্জল, তানভীর আহমদ চৌধুরী, রাইসুল ইসলাম সনি, মিনার হোসেন লিটন, হোসাইন আহমদ, ফাহিম রহমান মৌসুম, আশরাফ উদ্দিন রাজীব, আলী আকবর রাজন, দুলাল রেজা, সদরুল ইসলাম লোকমান, তানিসুল ইসলাম তানিম, তাজুল ইসলাম সাজু, আবুল কাহের রাশেদ, জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির সাকি, মহানগরের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, মেরাজ ভূইয়া পলাশ, এম. শুয়েব আহমদ, শামসুদ্দিন শামসুল। বিজ্ঞপ্তি