বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন আরো ৩ বছর

36

কাজিরবাজার ডেস্ক :
বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির জন্য বিদ্যমান একটি আইনের মেয়াদ আরো তিন বছর বাড়িয়েছে সরকার।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার (০২ জুলাই) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন, ২০১৮’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংকালে সাংবাদিকদের এ তথ্য জানান।
মূল আইন ২০১০ সালে জারি করা হয় জানিয়ে তিনি বলেন, সময়ে সময়ে আইনের সময় বাড়ানো হয়েছে। সর্বশেষ ২০১০ থেকে ৮ বছর বাড়ানো হয়, যা আগামী ১১ অক্টোবর শেষ হয়ে যাবে। আরো তিন বছর বাড়ানোর জন্য সংশোধন করা হয়েছে। অর্থাৎ ২০২১ এর অক্টোবরে গিয়ে শেষ হবে।
সর্বশেষ ২০১৪ সালের ২৫ আগস্ট আইনের মেয়াদ তিন বছর বাড়ানো হয়েছিল।