শায়েস্তাগঞ্জে লরি থেকে তেল পাচারকালে আটক ৩

36

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে লরি থেকে তেল পাচারের সময় ৩ যুবককে হাতে নাতে আটক করেছেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা। শুক্রবার তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হচ্ছে সদর উপজেলার লস্করপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে নাজমুল ইসলাম (২৮), নাজিরপুর গ্রামের ফজল মিয়ার ছেলে রফিক মিয়া (১৯) ও কুমিল্লা জেলার নাঙ্গলকোটের মদনপুর গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে লরি চালক হেলাল উদ্দিন (২৮)। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার লস্করপুর রেলক্রসিং এলাকা তেল পাচারকালে তাদেরকে হাতে নাতে আটক করেন পুলিশ সুপার।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ, রেলস্টেশন, লস্করপুর রেলক্রসিং এলাকা থেকে রাস্তায় দাঁড়িয়ে লরি থেকে তেল চুরি করে বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার বিধান ত্রিপুরা ওই এলাকায় গেলে তেল চুরির বিষয়টি তিনি দেখতে পান। এ সময় যমুনা পেট্রোলিয়াম ও পদ্মা পেট্রোলিয়ামের দু’টি লরি দাঁড় করিয়েয়ে একটি চক্র তেল চুরি করে মহাসড়কের পাশে একটি দোকানে বিক্রি করছিল। তাৎক্ষণিক তিনি গাড়ি দাঁড় করিয়ে ৩ জনকে আটক করে সদর থানায় হস্তান্তর করেন। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।