ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বাড়ায় নতুন এলাকা প্লাবিত

41

স্টাফ রিপোর্টার :
ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এছাড়া সিলেট সিটি কপোরেশন এলাকায়ও এসব পানি ঢুকে পড়ছে। গত বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জে বিপদসীমার ১১৯ সেন্টিমিটার বেশি ছিলো। গতকাল শুক্রবার সকালে দেখা গেছে আরো চার পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১২৩ সেন্টিমিটারে।
জানা গেছে, কুশিয়ারা নদীর পানি বেড়ে যাওয়ায় ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন, ৪নং উত্তর কুশিয়ারা ও ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের গ্রামগুলো প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে এসব এলাকায় কমপক্ষে ৩৫ হাজার লোক পানি বন্দি হয়ে অসহায় হয়ে পড়েছেন। কুশিয়ারা নদীর পানি বাড়ার সাথে প্লাবিত হয়ে পড়েছে প্রায় ২০টি গ্রাম। ভেঙ্গে পড়ছে যোগাযোগ ব্যবস্থা। তাই দেখা দিচ্ছে খাদ্য ও চিকিৎসা সংকট। ত্রান তৎপরতা অপ্রতুল হলেও সাথে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থার দাবি বন্যায় ক্ষতিগ্রস্তদের। দ্রুত ত্রানের পরিমান বাড়িয়ে সাথে প্রাথমিক চিকিৎসা যেমন প্যারাসিটাম, এমোডিস, খাবার স্যালাইন পানি বিশুদ্ধকরন ট্যাবলেটের প্রয়োজনীয়তা জানান ক্ষতিগ্রস্তরা। বন্যায় পুরোপুরি গ্রাস করার আগে সকল আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা রাখার অনুরোধ জানান তারা।