বাবা ফিরে এসো

141

মাযহারুল ইসলাম অনিক

দুঃখগুলো মনের মাঝে দিচ্ছে শুধু উঁকি,
সূর্যি মামা মেঘের পরে আছে বড়ো সুখি।

হঠাৎ দেখি রহিম কাকা কিনছে রাঙা গাড়ি,
খাবার আশে ছাবাল যে তার ভাঙছে ঘরবাড়ি।

বিনতি পিসী ভাত মাখিয়ে ডাকছে খোকা আয়,
দলটা বেঁধে তারা যে আজ কোন বনেতে যায়?
আঁখি খুলে একলা আমি দেখছি সবার সুখ,
ব্যামোর রোগে বাবা মরে পাচ্ছি শুধু দুখ।

চায়ের আশে দোকান পানে দিই যে কতো ঝাড়ু,
বোয়েম থেকে বের করে ভাই খায় যে সবে নাড়ু।

শীতের দিনে সূর্য তাপে গরম করি হাত,
চাঁদের পানে চেয়ে চেয়ে নামছে কালো রাত।

ঘুমের মাঝে হঠাৎ কবে দেখছি বাবার মুখ,
দুঃখের গানে পাইনা খুঁজে স্নেহ মায়ার সুখ।

বাবা তুমি আসবে কবে আমার হৃদয় পুরে?
তোমায় নিয়ে ভাসবো দেখো নিত্যনতুন সুরে।

তোমার আশে ঘুম আসেনা গাই যে কতো গান,
ছবির দিকে চাইলে পরে আসে জলের বান।

বাবা তোমায় বলছি আমি এসো এবার ফিরে,
হাতের ওপর হাতটি রেখে যাবো নদীর তীরে।

দুঃখ সাথে খেলতে আমি পারছি না যে আর,
তোমার আশে জানলা পাশে দেখছি যে বারবার।

তাইতো বাবা বলছি তোমায় এসো এবার ফিরে,
সুখের গানে বাঁধবো যে ঘর আমার ছোট্ট নিড়ে।