সাধ্যমত সহযোগিতা নিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান – ডা: শফিকুর রহমান

26

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান বলেছেন- পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে ভারত থেকে আসা পাহাড়ী ঢলে সিলেটের বিভিন্ন জেলা ও উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অসহায় বন্যা দুর্গত মানুষের জীবন-যাপন দুর্বিষহ হয়ে পড়েছে। এই অবস্থায় বন্যা দুর্গত এলাকায় সরকারের প্রয়োজনীয় তৎপরতা পরিলক্ষিত হচ্ছেনা। বন্যা দুর্গত এলাকায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণ তৎপরতা বৃদ্ধির জোর দাবী জানাচ্ছি। একই সাথে সামর্থ্যবানদেরকে বন্যা দুর্গত মানুষের সহযোগিতার আহ্বান জানাচ্ছি।
তিনি সোমবার জকিগঞ্জ উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল দিনভর উপজেলার ফুলতলা, মাইজকান্দি, ভরন ও শস্যকুঁড়ি এলাকা পরিদর্শন করেন, বন্যা দুর্গতদের খোজ খবর শেষে স্থানীয় শস্যকুঁড়ি ব্রিজ সংলগ্ন স্থানে ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা উত্তরের আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান ও সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দিন ও সেক্রেটারী জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ প্রমুখ। বিজ্ঞপ্তি