সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত

35

স্টাফ রিপোর্টার :
সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সিলেট আবহাওয়া অধিদফতরের সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ১০টা ৫৩ মিনিটে সিলেট অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আবহাওয়াবিদ মাহমুদুল হাসান সোহেল জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসাম-গৌহাটিতে এই মাঝারী মাপের ভূমিকম্প অনুভূত হয়। এতে কেঁপে উঠে সিলেটসহ বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলও। তবে, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।