অনুমোদন পেল আরও দুই বিশ্ববিদ্যালয়

20

কাজিরবাজার ডেস্ক :
আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে সরকার। এ নিয়ে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১০৩টি।
বরিশালের নবগ্রাম রোডে ট্রাস্ট ইউনিভার্সিটি এবং ঢাকার মহাখালীতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি স্থাপনের অনুমতি দিয়ে গত ৩ জুন বিশ্ববিদ্যালয় দুটির প্রতিষ্ঠাতাদের চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, যা বুধবার প্রকাশ করা হয়েছে।
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হোসাইন এবং ট্রাস্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন কাজী শফিকুল আলম। তবে তাদের পরিচয় জানা যায়নি।
২৩টি শর্তে নতুন দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকা; বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সর্বোচ্চ ২১ কিন্তু কমপক্ষে নয় সদস্য বিশিষ্ট ট্রাস্টি বোর্ড গঠন করতে বলা হয়েছে।