ঈদ পরবর্তী জাফলংয়ে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়ে ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শন

26

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
ঈদ পরবর্তী সময়ে প্রকৃতি কন্যা জাফলংয়ে আগত পর্যটকদের নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে জাফলংয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে ট্যুরিষ্ট পুলিশ। সোমবার দুপুরে প্রকৃতি কন্যা জাফলংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন স্পট পরিদর্শন করেন ট্যুরিষ্ট পুলিশ জাফলং জোনের অফিসার ইনচার্জ দেবাংশু কুমার দে। এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, জাফলং ট্যুরিষ্ট পুলিশের এ এস আই আবু সালেহ, শান্তিনগড় একতা সমবায় সমিতির সভাপতি জয়দুল ইসলাম, জাফলং ট্যুরিষ্ট গাইড এন্ড ফটোগ্রাফার সমবায় সমিতির অর্থ সম্পাদক নিলয় পারভেজ সোহেল প্রমুখ।
এ ব্যাপারে জাফলং ট্যুরিষ্ট পুলিশের অফিসার ইনচার্জ দেবাংশু কুমার দে জানান, আসন্ন ঈদ পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে জাফলংয়ে আগত পর্যটকদের সেবার মান বৃদ্ধি, ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক এবং সার্বিক নিরাপত্তা প্রদানে জাফলং ট্যুরিষ্ট পুলিশ সর্বদা প্রস্তত রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে দিকে সব সময় আমাদের নজর থাকবে।