প্রস্তুতি ম্যাচেই নেই, নেইমারের ফিটনেস নিয়ে ধোঁয়াশা

50

স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপ যত এগিয়ে আসছে, তত বাড়ছে ব্রাজিল সমর্থকদের রক্তচাপ৷ সাম্বা শিবিরে এখন একটাই প্রশ্ন, সময় মতো ফিট হয়ে উঠতে পারবেন তো অধিনায়ক নেইমার? ব্রাজিল ক্যাম্পে কান পাতলে শোনা যাচ্ছে নানা রকমের গুজব ৷ আর সেই গুজবে আরও বাড়ছে ধোঁয়াশা৷
রবিবার ইংল্যান্ডের লিভারপুলে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল৷ ইতিমধ্যেই লন্ডনে রওনা দিয়ে দিয়েছে তিতের দল৷ লন্ডনের বিমান ধরার আগেই নেইমার বলেছিলেন তিনি পুরোপুরি সুস্থ বোধ করছেন না৷ ১০০ শতাংশ ফিটনেস যে তিনি এখনও ফিরে পাননি তো বোঝা গেল বৃহস্পতিবার৷ ইংল্যান্ডে অনুশীলনে দলের বাকি সদস্যরা গা ঘামালেও দেখা গেল না অধিনায়ককে৷ অনুশীলন ম্যাচে নেইমারের জায়গায় খেলতে দেখা গেলে রেনোতো আগুস্তোকে৷ শোনা যাচ্ছে রবিবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শুরু থেকে মাঠে নামবেন না পিএসজির এই স্ট্রাইকার৷ আর এই খবরেই রক্তচাপ আরও বাড়ছে ব্রাজিল সমর্থকদের৷ যদিও, ব্রাজিল শিবিরের খবর রবিবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষদিকে মাঠে নামিয়ে দেখে নেওয়া যেতে পারে তাঁর শারীরিক পরিস্থিতি৷
ক্লাব মৌসুম চলাকালীন পিএসজির হয়ে খেলার সময় পা ভেঙে যায় নেইমারের৷ তারপর দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে তিনি৷ চোটগ্রস্ত অবস্থাতেই জাতীয় দলে ঠাঁই দেওয়া হয় তাঁকে৷ দল বাছার সময়ই দলের ফিজিও জানিয়েছিলেন, বিশ্বকাপ শুরুর আগেই ফিট হয়ে উঠবেন নেইমার৷ নেইমারের এক সতীর্থ ডানিলোও সেকথায় বলছেন৷ তিনি জানিয়েছেন, ‘ব্রাজিল সমর্থকদের উদ্বেগের কোনও কারণ নেই৷ প্রতিদিনই নেইমারের অবস্থার উন্নতি হচ্ছে৷ ধীরে ধীরে গতি এবং ক্ষিপ্রতা ফিরে পাচ্ছেন তিনি৷’ নেইমার নিজেও বিশ্বকাপের আগে ১০০ শতাংশ ফিট হয়ে ওঠার ব্যপারে আশাবাদী৷ আপাতত সেই আশাতে বুক বাঁধছেন সমর্থকরাও৷ তাছাড়া দলের সেরা ফুটবলারকে ছাড়া রাশিয়ায় নামতে চাইছেন না কোচ টিটেও৷ কারণ গতবার বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে নেইমারহীন ব্রাজিলের কী অবস্থা হয়েছিল সেকথা এখন সবারই জানা৷ তবে, এসবের মধ্যেও থেকে যাচ্ছে একটা প্রশ্ন, এতদিন বাদে চোট সারিয়ে ফেরা নেইমারকে আদৌ নিজের চেনা ছন্দে পাওয়া যাবে তো?