মোগলাবাজারে ডাকাতির ঘটনা ॥ ঢাকা থেকে এক ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মোবাইলফোন উদ্ধার

59

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সোনামপুর গ্রামের ডাকাতির দায়েরকৃত মামলায় ঢাকা থেকে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার মিরপুর-২ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম- মোঃ আজমির আলী (২০)। সে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার শ্রীপুর গ্রামের রজব আলীর পুত্র।
পুলিশের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত ৬ মে গভীর রাত সাড়ে ৩ টার দিকে মোগলাবাজার থানার সোনামপুর গ্রামের মোঃ আব্দুল করিম (কলিম উল্ল্যা) এর বাড়ীর প্রধান কেসি গেইটের তালা কেটে একদল ডাকাত বাড়ীতে প্রবেশ করে এবং ঘরে থাকা লোকজনদের জিম্মি করে ও মৃত্যুর ভয় দেখিয়ে স্বর্ণালংকার, মোবাইল ও অন্যান্য জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়। উক্ত বিষয়ে মোঃ আব্দুল করিম বাদী হয়ে মোগলাবাজার থানায় অভিযোগ দায়ের করলে মোগলাবাজার থানার মামলা নং-১ (৭-৫-১৮) রুজু করা হয়। পরবর্তীতে এসএমপি দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জ্যোতির্ময় সরকার এবং মোগলাবাজার থানা পুলিশ ডাকাতদের গ্রেফতার করতে মাঠে নামে। এক পর্যায়ে জ্যোতির্ময় সরকার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার ঘটনায় জড়িত ডাকাত দল ও তাদের অবস্থান সনাক্ত করেন। পরবর্তীতে মোগলাবাজার থানার এসআই/জয়ন্ত কুমার দে এর নেতৃত্বে একটি চৌকস টিম গত বৃহস্পতিবার ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। পরে মিরপুর-২ এলাকা হতে মামলার ঘটনার সাথে জড়িত আসামী মোঃ আজমির আলীকে গ্রেফতার করতে সক্ষম হন এবং তার হেফাজত হতে মামলার ঘটনায় লুণ্ঠিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশের গ্রেফতার অভিযান টের পেয়ে অন্যান্য ডাকাতরা এ সময় পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উদ্ধারকৃত মোবাইল সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। যা যাচাই-বাছাই করে জড়িতদের সনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীকে গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।