কতটা চেনো

59

সোমা বিশ্বাস

কবিকে কতটা চেনো
সোমা বিশ্বাস
কবিতা লিখে কি কবির দিন কাটে ?
তাদের কি আবেগ থাকে না ????
কিছু কষ্ট থাকে, প্রকাশ হয় না।
কিছু আবেগ চাপা থাকে না।
কবিরা অলীক স্বপ্নে ভাসে,
তারা অনেক প্রলাপ ও বকে।
কিছু সত্যও মাঝে মাঝে,
স্তবকে উঁকি দিয়ে থাকে।
তুমি কতটা কবিকে চেনো ?
ভাবো, কবিরা স্বার্থপর।
কবিকে বুঝবে কবিমন,
বুঝবে, কে আপন কে পর ?
কবিরা লাঞ্ছিত হয় পলে পলে,
কবিরা কষ্টকে ঢোঁক গেলে,
তবুও হেসে হেসে কথা বলে,
ভালোবাসে দুঃখ ভুলে!
তুমি জানো কতটা কবিকে,
চরিত্রে দোষ ধরতেই জানো,
বলো, “কী হবে কবিতা লিখে ?”
কবিকে মানুষ বলে কী মানো ?
হাসবে তাচ্ছিল্য করে দেখে,
“ওরে দেখ দেখ, এক কবি ।”
তুমি কবিকে কতটা চেনো,
দেখেছো, কখনো কবির বুকে
পাহাড় ভাঙা ছবি ?