না ফেরার দেশে চলে গেলেন গোলাপগঞ্জ পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী ॥ শিক্ষামন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক ॥ কাল জানাযা

78

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
না ফেরার দেশে চলে গেলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরী (৭১) বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহীর রাজিউন)। তিনি উপজেলার রনকেলী উত্তর গ্রামের মরহুম আব্দুল জব্বার চৌধুরীর পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে তিনি জয়লাভ করেন। গোলাপগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠার পর তিনি পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেন এবং এর পূর্বে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। মরহুম সিরাজুল জব্বার চৌধুরী পৌরসভার ৭নং ওয়ার্ডেও রনকেলী উত্তর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৯ সালে ১ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেন। মরহুম আব্দুল জব্বার চৌধুরী ও মরহুম নজিবা খাতুন চৌধুরীর একমাত্র সন্তান ছিলেন তিনি। মরহুম সিরাজুল জব্বার চৌধুরী ২ ছেলে ও ২ মেয়ের জনক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। শনিবার বিকাল ৩টায় গোলাপগঞ্জ এমসি একাডেমী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে জানাযা অনুষ্ঠিত হবে বলে মেয়রের ছোট ছেলে মাজেদ শরীফ চৌধুরী মুঠোফোনে জানান। গোলাপগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। তিনি এক শোকবার্তায় বলেন সমাজ সিরাজুল জব্বার চৌধুরর মত একজন সেবক এবং দল একজন ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো যা পূরণ হবার নয়। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একইভাবে সিরাজুল জব্বার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার প্রকাশক ছাওয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, জেলা পরিষদের ১০নং ওয়ার্ডের সদস্য ও আ’লীগ নেতা রোটারিয়ান স্যায়িদ আহমদ সোহেদ, সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম সোয়েব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও লক্ষণাবন্দ ইউপি চেয়ারম্যান নছিরুল হক শাহিন, সাধারণ সম্পাদক ও ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান জিলাল উদ্দিন, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবদলের সভাপতি হেলালুজ্জামান হেলাল, পৌর কাউন্সিলর ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহিন আহমদ খান। এদিকে সিরাজুল জব্বার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গোলাপগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক সেলিম হাসান কাওছার, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ ও বর্তমান সাধারণ সম্পাদক ইউনুছ আহমদ চৌধুরী, নির্বাহী সদস্য ও নিরাপদ সড়ক চাইর প্রচার সম্পাদক জাহেদুর রহমান জাহেদ। নিরাপদ সড়ক চাই গোলাপগঞ্জ উপজেলার সভাপতি ইলিয়াছ বিন রিয়াছত,অর্থ-সম্পাদক সুমন আলী।