ইবনে সিনা হাসপাতালের ইফতার মাহফিল ॥ রমজান সিয়াম সাধনার মাধ্যমে মানুষের আত্মিক ও নৈতিক মান উন্নয়ন করে

76

ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান সিয়াম সাধনার মাধ্যমে মানুষের আত্মিক ও নৈতিক মান উন্নয়ন করে। বর্তমানে সমাজ, দেশ ও আন্তর্জাতিক পরিমন্ডলে যে অস্থিরতা বিরাজ করছে তার একমাত্র কারণ মানুষের নৈতিকতার অধ:পতন। আত্মিক ও নৈতিক মান উন্নয়ন করতে হলে কোরআন ও রাসূল (স.) এর সুন্নাহর আলোকে প্রত্যেকটি মানুষের জীবনকে সাজাতে হবে। রমজান আমাদেরকে সে শিক্ষাই দেয়। ব্যক্তি জীবন থেকে নিয়ে রমজানের শিক্ষাকে কাজে লাগাতে পারলে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। বক্তারা বলেন , ইবনেসিনা হাসপাতাল সিলেটের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি সমাজের অসহায় দরিদ্র মানুষের কল্যানে কাজ করছে।
ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ ওবায়দুল হকের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মাহবুব আলম। উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ লালা, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি খন্দকার শিপার আহমদ, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর মোঃ রাজিক মিয়া, রেজওয়ান আহমদ, দিনার খান হাসু, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইনসহ জনপ্রতিনিধি প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, চিকিৎসক, করপোরেট ক্লায়েন্ট, প্রখ্যাত আলেম উলামা, হাসপাতালের পরিচালক ও শেয়ার হোল্ডারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা: রুকনুল ইসলাম চৌধুরী। বিজ্ঞপ্তি