এবার ফিতরা সর্বনিম্ন ৭০ থেকে ২৩১০

30

কাজিরবাজার ডেস্ক :
গম বা আটার বাজারমূল্য হিসাব করে এবার সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৭০ টাকা। আর সর্বোচ্চ দুই হাজার ৩১০ টাকা।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা নিজামউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
ইসলামী শরিয়াহ মতে আটা, খেজুর, কিশমিশ, পনির ও যব ইত্যাদি পণ্যের যে কোনো একটি দ্বারা ফিতরা আদায় করা যায়। ১ কেজি ৬৫০ গ্রাম গম বা আটা অথবা খেঁজুর, কিশমিশ, পনির বা যবের মধ্যে যে কোনো একটি পণ্যের ৩ কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়। এই হিসাবে বর্তমান বাজারমূল্যে এবার সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা।
ইসলাম ধর্মের বিধান অনুযায়ী, মুসলিমরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সাদকাতুল ফিতর আদায় করতে পারবেন। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে পিতাকে এই ফিতরা দিতে হয়। আর তা ঈদুল ফিতরের নামাজের আগেই আদায় করতে হয়।