৩৮ ও ৩৯তম বিসিএসের পরীক্ষার দিন নির্ধারণ

20

কাজিরবাজার ডেস্ক :
মঙ্গলবার সকালে পিএসসির বিশেষ বৈঠকে ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ও ৮ আগষ্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।
পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে জানান, ‘৩৮তম ও ৩৯তম বিসিএসের পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। ৩ আগষ্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেব ও ৮ আগষ্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। ৮ থেকে ১৩ আগস্ট এই বিসিএসের কম্পোলসারি বিষয়ের পরীক্ষা হবে। এ ছাড়া সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। পাশাপাশি ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের জন্য কাজ চলছে।’
তবে কবে এই ফল প্রকাশ করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি পিএসসি চেয়ারম্যান।