কানাইঘাটে সুরমা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে শিশুসহ ২ জন নিখোঁজ

40

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউ.পির সুরমা নদীতে পাথর বোঝাই একটি বলগেট নৌকার সাথে ধাক্কা লেগে একটি ইঞ্জিন চালিত নৌকা ডুবে কয়েকজন যাত্রী আহত সহ শিশুসহ ২ জন নিখোঁজের খবর পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর অনুমান ১টার দিকে কুওর গড়ী গ্রামের সুরমা নদীর মন্দিরের ঘাটে। নৌকা ডুবির খবর পেয়ে কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ ঘটনাস্থল পরিদর্শন করে পাথরবাহী বলগেট নৌকাটি আটক করেন। স্থানীয়রা জানান সাতবাক ইউপির সুরমা নদীর লোভারমুখ থেকে একটি যাত্রিবাহী ইঞ্জিন চালিত নৌকা কানাইঘাট বাজারে আসার সময় লোভাছড়া পাথর কোয়ারি থেকে আসা পাথরবাহী একটি বলগেট নৌকাকে অতিক্রম করার সময় ধাক্কা খেয়ে যাত্রিবাহী নৌকাটি নদীর মধ্যখানে ডুবে যায়। যাত্রিদের মধ্যে সবাই সাতার কাটিয়ে পারে উঠতে সক্ষম হলেও কুওর গড়ী গ্রামের কয়ছর আহমদের স্ত্রী হাসনা বেগম ১ বছরের শিশুপুত্র মোশাহিদ আলী মায়ের কোল থেকে ছিটকে পড়ে যায়। সুরমা নদীর আশপাশ এলাকায় বহু তল্লাশী চালিয়ে শিশু মোশাহিদ আলী ও অজ্ঞাত নামা এক মহিলা কে জীবিত অথবা মৃত অবস্থায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার করা যায়নি। সন্তান কে হারিয়ে বাকরোদ্ধ ও গুরুতর আহত মা হাসনা বেগম কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে সিওমেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। জানা যায় ডুবে যাওয়া যাত্রিবাহী ইঞ্জিন চালিত নৌকাটির মালিক স্থানীয় চড়িপাড়া গ্রামের বাবুল আহমদের। এ ঘটনায় নিখোঁজ শিশু মোশাহিদের চাচা বুলবুল আহমদ বাদী হয়ে বলগেইট ও যাত্রিবাহী নৌকার মালিকসহ ৪ জনকে আসামী করে গতকাল রবিবার কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন।