গোলাপগঞ্জে আতঙ্কে আত্মগোপনে চলে গেছে মাদক সম্রাটরা, অভিযানে আটক ৮

86

সেলিম হাসান কাওছার গোলাপগঞ্জ থেকে :
সারা দেশের ন্যায় গোলাপগঞ্জেও মাদক বিরোধী অভিযান শুরু এক সপ্তাহ থেকে। এ উপজেলায় অব্যাহত মাদক বিরোধী চিরুনী অভিযানের ফলে অনেক মাদক সম্রাটরা আত্মগোপনে চলে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, এ উপজেলার বড় বড় মাদক স¤্রাটরা তাদের বাসা বাড়ীতে সিসি ক্যামেরা লাগিয়ে মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে। পুলিশ গভীরে অনুসন্ধান করলে তাদের আইনের আওতায় আনা যাবে। বিশেষ করে এসব বড় বড় ব্যবসায়ীরা গোলাপগঞ্জ পৌরসভায় রয়েছে। তারা লোক দেখানো ব্যবসার আড়ালে এসব ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিগত সময়ে ফার্মেসী ব্যবসার আড়ালে রমরমা মাদক ব্যবসা চলছে এমন খবর বিভিন্ন দৈনিক পত্রিকায় খবর প্রকাশ হয়। এদের মধ্যে পেশাদার ও তালিকাভুক্ত ৫ মাদক ব্যবসায়ী ও ৩ মাদকসেবী। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রায় সাড়ে ৫ শত পিস ইয়াবা (অ্যামফিটামিনি) ট্যাবলেট ও নগদ টাকা জব্দ করা হয়। গত ২০ মে থেকে শুরু হওয়া অভিযানে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- উপজেলার পৌরসভার সরস্বতি নিজগঞ্জ গ্রামের মস্তকিন আলীর পুত্র মল্লিক মিয়া (৫২), ভাদেশ্বর দক্ষিণ ভাগ গ্রামের আতাইর রহমানের ছেলে চুনু মিয়া (৪০), রনকেলী গ্রামের মৃত মারুফ আলীর ছেলে রাবেল আহমদ ওরফে পিচ্চী রাবেল (২৫), জকিগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামের মৃত সুরফান উদ্দিনের ছেলে মো: বাহার উদ্দিন(৩০) ও একই উপজেলার পিয়াইপুর গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে সাহাব উদ্দিন (৪৫)। মাধক সেবনের অভিযোগে গ্রেফতারকৃতরা হলো- উপজেলার উত্তর ঘোষগাও গ্রামের সুরমান আলীর ছেলে দুদু মিয়া (৩০) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার বানিয়াচং গ্রামের মমিন উল্লাহর ছেলে মোশাইদ উল্লাহ (৩২), রনকেলী নয়াগ্রামের মৃত: মতু মিয়ার পুত্র সুয়েব আহমদ (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ মে মাধক ব্যবসায়ী মল্লিক মিয়ার (৫২) কাছ থেকে আনুমানিক ১৩ হাজার টাকা মূল্যের ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ বিক্রয় লব্দ প্রায় আড়াই হাজার টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে (নং ১২ তারিখ ২০ মে ২০১৮)। এছাড়া মল্লিকের বিরুদ্ধে একই আইনে গোলাপগঞ্জ থানায় আরো ৭টি ও বিয়ানীবাজার থানায় ১টি মামলা রয়েছে। ২৩ মে আনুমানিক ২১হাজর টাকা মূল্যের ১০৬ পিস ইয়াবা ও বিক্রয়লব্দ প্রায় সাড়ে ৭শত টাকা সহ চুনু মিয়া (৪০)কে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে (নং ১৫ তারিখ ২৩ মে ২০১৮)। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় একই আইনে আরেকটি মামলা রয়েছে। একই দিন আনুমানিক ৪ হাজার টাকা মূল্যের ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ রাবেল আহমদ ওরফে পিচ্চী রাবেল (২৫) কে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মামলা নং ১৬। এছাড়া রাবেলের বিরুদ্ধে জকিগঞ্জ ও গোলাপগঞ্জ থানায় আরো দুটি মামলা রয়েছে। একই তারিখে প্রায় ১লাখ ৫হাজার টাকা মূল্যের ৩৫০ পিস ইয়াবা সহ জকিগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামের মৃত সুরফান উদ্দিনের ছেলে মো: বাহার উদ্দিন (৩০) ও একই উপজেলার পিয়াইপুর গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে সাহাব উদ্দিন (৪৫) কে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে (নং ১৭ তাং ২৩মে২০১৮)। এদিকে গাঁজা সেবনের অভিযোগে ২৬ মে সন্ধ্যার পর দুদু মিয়া (৩০) ও মোশাইদ উল্লাহ (৩২) কে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি এ.কে.এম ফজলুল হক শিবলী জানান, সারাদেশে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার চিহ্নিত ও পেশাদার মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের পৃথক পৃথক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও মাদকসেবী দুজনকে গতকাল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচার শেষে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক নির্মুলে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে মাদক সেবন ও পরিবহনের অভিযোগে গতকাল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজা সেবন, পরিবহন ও বিক্রয়ের অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩জনকে ৬মাস করে জেল দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।