প্যারিস-বাংলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

24

প্যারিস, ফ্রান্স থেকে সংবাদদাতা :
ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশী সকল শ্রেণী-পেশার নেতৃবৃন্দের সরব অংশগ্রহণে প্যারিস – বাংলা প্রেসক্লাব ফ্রান্সের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের উপস্থিতিতে ইফতার মাহফিল সকল শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল। রবিবার (২৬ মে) সন্ধ্যায় ক্যাথসীমাস্থ শোনার বাংলা রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবুর পরিচলনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুতাবাস ফ্রান্সের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমদ সেলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন কয়েছ, উপদেষ্টা মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি এম এ কাশেম, মোহাম্মদ আবুল কাশেম, মিজান চৌধুরী মিন্টু,বরিশাল বিভাগ সমিতির সভাপতি মোতালেব খান,সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সভাপতি মামুন মিয়া , সাধারণ সম্পাদক শুভ্রত শুভ, সিলেট সদর এসোসিয়েশনের সভাপতি শাহজামাল আহমদ, স্বরলিপির সভাপতি নজরুল চৌধুরী, উপদেষ্টা শাহীন আরমান চৌধুরী,রাজনগর সমিতি ফ্রান্সের সভাপতি সেলিম ওয়াদা শেলু, সিলেট শাহজালাল স্পটিং ক্লাবের সভাপতি ফসল উদ্দিন,মৌলভীবাজার যুব কল্যাণ সমিতি ফ্রান্সের সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল তায়েফ,ছাত্রলীগ ফ্রান্স শাখার সভাপতি তাজেল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা এসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, বিশ্বনাথ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি মিজানুর রহমান, ইউরোপিয়ন যুবদলের সভাপতি মিল্টন রহমান, যুবলীগ নেতা সাইদুর রহমান প্রমুখ।
দোয়া ও ইফতার মাহফিলে প্রেসক্লাবের কার্যক্রম তুলে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহসভাপতি শামসুল ইসলাম, সাবেক সভাপতি আবু তাহির, সহ সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী। বিজ্ঞপ্তি