সিলেটে বজ্রপাতে ৩ সহোদর সহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু

20

স্টাফ রিপোর্টার :
সিলেটে বজ্রপাতে ৩ সহোদর, শ্রমিক ও জেলেসহ ৫ জনের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের মীরেরগাঁওয়ে বজ্রপাতে ৩ ভাই, সুনামগঞ্জের তাহিরপুরে এক জেলে এবং হবিগঞ্জের বানিয়াচংয়ে এক শ্রমিকের মৃত্যু হয়। গতকাল শনিবার দুপুরে ও বিকেলে এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হচ্ছেন- জালালাবাদ থানার মীরেরগাঁও গ্রামের বদর উদ্দিনের পুত্র বাবুল মিয়া (১৮), ইমন মিয়া (১০), বেলাল মিয়ার পুত্র আব্দুল আমিন (১৬), সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের মেঞ্জারগাঁও গ্রামের আজমান আলীর পুত্র জহুর আলম (৩৫) এবং হবিগঞ্জের বানিয়াচং উপজেলার তেঘরিয়া গ্রামের আব্দুল করিম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেল ৫ টার দিকে ৩ ভাই বাবুল মিয়া, ইমন মিয়া ও চাচাতো ভাই আব্দুল আমিন জিলকার হাওরে মাছ ধরতে যায়। এ সময় আকষ্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা যায়। তখন হাওরে থাকা কয়েকজন মৎস্যজীবী তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, শনিবার বিকেলে হাওরে মাছ ধরতে গেলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই ৩ ভাইর মৃত্যু হয়। তিনি জানান, তারা ৩ জন হাওরে মাছ ধরছিলো। তখন বৃষ্টিপাতের সময় আকষ্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, সুনামগঞ্জ তাহিরপুরে আকস্মিক বজ্রপাতে জহুর আলম(৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ২টায় উপজেলার বালিজুড়ি ইউনিয়নের আঙ্গারুলি হাওরে এ দুর্ঘটনা ঘটে। বালিজুড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ জানান, মেঞ্জারগাঁও গ্রামের জহুর আলম প্রতিদিনের মত আঙ্গারুলি হাওরে মাছ ধরতে গিয়াছিল। শনিবার দুপুর ২টায় হঠাৎ আকস্মিক বজ্রপাতে তিনি আঙ্গারুলি হাওরে মাছ ধরার সময় মারা যান। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্নেন্দু দেব এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
অপরদিকে, হবিগঞ্জে বজ্রপাতে আব্দুল করিম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার বিকেলে বানিয়াচং উপজেলার গুণই হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। তিনি গুণই গ্রামে ধান কাটতে শ্রমিক হিসেবে যান। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানা যায়, আব্দুল করিম শনিবার অন্যান্য শ্রমিকদের সাথে হাওরে ধান কাটছিলেন। বিকেল সাড়ে ৪টায় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তাকে অন্য শ্রমিকরা উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেছে।