শেখ হাসিনা-মমতা ব্যানার্জি একান্ত বৈঠক

64

কাজিরবাজার ডেস্ক :
ভারতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একান্তে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে। শনিবার সন্ধ্যায় কলকাতার তাজ বেঙ্গল হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি কোনো পক্ষ।
ছিটমহলসহ ভারতের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত বিভিন্ন সমস্যার সমাধান হলেও তিস্তার পানি বণ্টন চুক্তি কয়েক বছর ধরে ঝুলে আছে। ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরকালে তিস্তা চুক্তি ঝুলে যাওয়ার পর এর জট আর খোলেনি। আর এই চুক্তির প্রধান অন্তরায় হয়ে দাঁড়ান মমতা। মমতার দাবি, বাংলাদেশকে পানি দিলে পশ্চিমবঙ্গ পর্যাপ্ত পানি পাবে না।
২০১৭ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক হলেও বাংলাদেশের আকাঙ্ক্ষিত তিস্তা চুক্তি হয়নি। তবে সে সময় মোদি বলেছিলেন, দুই দেশের সরকারের চলতি মেয়াদেই এই চুক্তি হবে।
এবার দুই দিনের সফরে কলকাতায় যাওয়ার আগে তিস্তা চুক্তির বিষয়টি আবারও আলোচনায় আসে। যদিও পশ্চিমবঙ্গ যাওয়ার দুই দিন আগে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এই সফরের উদ্দেশ্য তিস্তা চুক্তি নয়। তারপরও মমতার সঙ্গে আজকের বৈঠকে কী হয় এ নিয়ে উৎসাহ আছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কলকাতা সফরে মমতার সঙ্গে বৈঠক না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুই প্রধানমন্ত্রীর মুখোমুখি বৈঠকের কোনো কর্মসূচি ছিল না। তবে গতকাল পশ্চিমবঙ্গের বীরভূমের শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমাবর্তন এবং বাংলাদেশ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে নরেন্দ্র মোদি-শেখ হাসিনার পাশাপাশি যান মমতাও। সেখানে গিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা জানান মমতা নিজেই।
মমতা বলেন, হাসিনাজির সঙ্গে আমার একটি বৈঠক ঠিক করেছি। সেটা শনিবার উনি বাংলাদেশ ফিরে যাওয়ার আগে হবে। ওইদিন সন্ধেবেলা আমরা দুইজন কথা বলবো। আমি হাসিনাজিকে খুব ভালোবাসি, উনিও আমাকে খুব স্নেহ করেন।
সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে আসানসোলে নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন শেখ হাসিনা। সেখান থেকে তিনি ডক্টর অব লিটারেচার (ডি.লিট) ডিগ্রি লাভ করেন। শনিবার রাতেই শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।