মহানগর ছাত্র মজলিসের প্রতিরোধ মিছিল

64

মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলা হোটেল-রেস্তোরা বন্ধ ও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে নগরীর প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে প্রতিরোধ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক ও খোলা মার্কেটসমূহ প্রদক্ষিণ শেষে বন্দরবাজারে এসে শেষ হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি তারিক বিন হাবীবের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ রশীদ মুশতাকের পরিচালনায় প্রতিরোধ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েস আহমদ, ছাত্র মজলিস সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাহদী হাসান জামাল, হযরত শাহজালাল রহ. জোন সভাপতি মনসুর আহমদ, সেক্রেটারি আইনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ইয়াহইয়া মাহমুদ, বায়তুলমাল সম্পাদক জালাল মাহবুব, হযরত উবায়দুল হক রহ. জোন সভাপতি আহবাবুর রহমান, সেক্রেটারি আব্দুল ওয়াহিদ, বুরহান উদ্দীন রহ. জোন সভাপতি মুহাম্মদ মনির হুসেন, জামেয়া মাদানিয়া শাখার সেক্রেটারি ইকরামুল হক জুনাইদ, প্রশিক্ষণ সম্পাদক আহসান সাদী, আখতার হুসাইন, মামুনুর রশিদ, আব্দুল মুক্তাদির, মাহফুজ হুসাইন, ফাহিম আহমদ, আলিয়া মাদ্রাসা শাখার সভাপতি ফরীদ উদ্দীন, হযরত মাদানি র. জোন সেক্রেটারি আব্দুল মুকিত, আল্লামা আজিজুল হক রহ. জোন সভাপতি রাকিব আল হাসান, সেক্রেটারি ইসমাঈল হুসাইন, মুহিত আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি