দারুণ মানুষ

35

সহিদুল হক

দারুণ মানুষ ওড়ায় ফানুস মহান দেশের আকাশে
স্বপ্ন ওড়ে ঘরে ঘরে আহ্লাদে সব ভাসে —
এবার বদলাবে দিন।

বদলাবে দিন মিটে যাবে ঋণ জমবে ব্যাংকে টাকা
‘ মনের কথা ‘ ঘোচায় ব্যথা, উদর তবু ফাঁকা–
কোথায় গেল জ্বীন!

জ্বীনের প্রদীপ ফেলছে কি ছিপ? ধরবে বুঝি বোয়াল!
চুনো-পুঁটি চায় যে রুটি, ওদের জন্যে গোয়াল
দেয় বানিয়ে বেশ!

দেয় বানিয়ে, খড় কুচিয়ে খেতে দিলেই চুপ–
খুব বড় জোর সন্ধ্যেবেলা জ্বালিয়ে দেবে ধূপ,
ধূপে ঘুমের দাওয়াই!

ঘুমের দাওয়াই আবার কি চাই!ঘুমের থেকে উঠে
নিজের টাকা তুলতে গিয়ে মরুক মাথা কুটে
যাক না ক্ষয়ে হাওয়াই।

যাক না ক্ষয়ে সময় বেয়ে আমজনতার স্মৃতি
যাক ভেসে যাক অথৈ জলে সকল প্রতিশ্রুতি,
থাক বেঁচে থাক ভাষণ —

ভাষণ শোনো, ” আমার কোনো ভুল-ভ্রান্তি নাই
যত কসুর আগের জনের, চেষ্টা করে যাই
দেশে দেশে ঘুরে।”

বিদেশ ঘোরে রেকর্ড গড়ে, আগুন জ্বলে বাজারে
এমন কাণ্ডারী যায় না পাওয়া লক্ষ কোটি হাজারে!
জিও যুগে যুগে —

জিও যুগে যুগে ভাসাও হুজুগে ডোবে ডুবুক দেশ
জনতার টাকা ঘুরপথে মেরে ধরে থাকো সাধুবেশ?
গল্প হয়নি শেষ —