স্বাস্থ্য সেবায় বাংলাদেশ এখন বিশ্ব দরবারে রুল মডেল — মাহমুদ উস সামাদ এমপি

74

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, স্বাস্থ্য সেবায় বাংলাদেশ এখন বিশ^দরবারে রুল মডেল। স্বাস্থ্যসেবা নিয়ে বর্তমান সরকারের চিন্তা-ভাবনা সুদূর প্রসারী। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় থাকবে জনগণ সঠিক স্বাস্থ্যসেবা পেয়ে যাবে। মানুষের মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই খাতের অগ্রগতি হলে দেশ আরো এগিয়ে যাবে। তাই সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগ চালু হওয়ায় এলাকার মানুষের চিকিৎসা সেবার পরিধি আরো বৃদ্ধি পেলো। উপজেলা মানুষ যাতে সহজেই স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারে সে বিষয়ে আমার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২৪ মে বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগ চালুকরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাঈদ এনাম এর সভাতিত্বে ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিএমএ’র কেন্দ্রীয় মহাসচিব ডাঃ এহতেশামুল হক চৌধুরী দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ সোহরাওয়ার্দী, সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডাঃ নারায়ণ চন্দ্র সাহা, সিলেটের সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায়, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাইফুল আলম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহবুবুল আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (কার্ডিওলজি) ডাঃ আজিজুর রহমান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোগলাবাজার থানার ওসি মোঃ আনোয়ারুল হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মুন্তাকিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিক উদ্দিন আহমদ, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম খলিল, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম হোসেন বক্স, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, সেলিম আহমদ মেম্বার, আইয়ুব হোসেন মেম্বার, সাবেক মেম্বার ছানাওর আলী সোনা, এডভোকেট শামীম আহমদ, সুহেল আহমদ কর্নেল প্রমুখ। বিজ্ঞপ্তি