এম. সাইফুর রহমান শিশু পার্কের নাম পরিবর্তনের ঘটনায় সিলেটবাসী হতবাক —- জেলা বিএনপি

25

সিলেটের আলমপুরে নির্মিত এম. সাইফুর রহমান শিশু পার্কের নাম মুছে জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ। অবিলম্বে নাম পরিবর্তনের ষড়যন্ত্র পরিহারের করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।
বুধবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন- উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমানের হাতে দিয়েই বৃহত্তর সিলেটে উন্নয়নের বিপ্লব সাধিত হয়েছে। উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ সিলেট প্রেমিক হিসেবে এম সাইফুর রহমান সিলেটের কোটি জনতার হৃদয়ে ঠাই করে নিয়েছেন। দুঃখজনক হলেও সত্য যে ক্ষমতাসীন অবৈধ সরকার সিলেটের বিভিন্ন স্থাপনা থেকে মরহুম এম সাইফুর রহমানের নাম মুছে দিয়েছে। সরকারের নাম পরিবর্তনের নোংরা প্রতিহিংসার রাজনীতির ধারাবাহিকতায় সিলেটের আলমপুরে নির্মিত এম সাইফুর রহমান পার্ক থেকে উন্নয়নের রূপকার সাইফুর রহমানের নাম মুছে সেখানে জননেত্রী শেখ হাসিনার নাম স্থাপন করা হয়েছে। এই ধরনের ন্যাক্কারজনক কর্মকান্ডে সিলেটবাসী বিস্মিত। শেখ হাসিনার নামে কিছু করতে আমাদের আপত্তি নেই। নতুন কিছু নির্মাণ করে তাতে শেখ হাসিনার নাম সংযোজন করতে পারেন। কিন্তু সাইফুর রহমানের হাতে গড়া কোন স্থানের নাম থেকে শ্রেষ্ঠ সিলেট প্রেমির নাম মুছে দেয়ার রাজনীতি সিলেটবাসী মেনে নিবেনা। বিজ্ঞপ্তি