রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে চলতে পারলে ইহ ও পরকালীন মুক্তি লাভ সম্ভব —- বদর উদ্দিন কামরান

45

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, আত্মশুদ্ধির মাস পবিত্র রমজান। মাহে রমজান মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে চলতে পারলে ইহকাল ও পরকালিন মুক্তি লাভ করা সম্ভব।
তিনি বুধবার বাদ আছর সিলেট নগরীর মজুমদারপাড়াস্থ কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ এর উদ্যোগে ও বাবলা এন্ড ব্রাদার্সের সহযোগিতায় বোর্ড কমপ্লেক্সে ইফতার ও দোয়া মহাফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাপরিচালক কারী মাওলানা মুজ্জাম্মিল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক কারী মাওলানা বিলাল আহমদের পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী রইছ আলী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা এমরান আলম, ১০নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জালাল উদ্দিন শাহাবুল, আলহাজ¦ রফিকুল হক, বোর্ডের সহকারী মহাপরিচালক মাওলানা কারী মুফতী সিকন্দর আলী, সাংগঠনিক সম্পাদক কারী মাওলানা জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক কারী মাওলানা মনজুরুর রহমান, সহকারী দপ্তর সম্পাদক কারী মাওলানা মুজাক্কির হোসাইন চৌধুরী, নির্বাহী সদস্য মাওলানা কারী আব্দুল আজিজ, অন্যতম প্রশিক্ষক মাওলানা কারী মুজাক্কির হোসেন চৌধুরী, মসজিদ কমিটির সদস্য শেখ মঈন উদ্দিন আহমদ, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা কারী আব্দুর রাজ্জাক, মাওলানা হাফিজ আবুল বাশার, হাফিজ কারী মাহফুজ হোসাইন চৌধুরী, কারী আশরাফ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী এম.এ সামাদ, জসিম উদ্দিন, জাফর আহমদ, ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন, রফিকুল আলম, মাওলানা আরিফুল হক ইদ্রিস, বাবলা আহমদ, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান প্রমুখ।
দোয়া পরিচালনা করেন কারী মুজ্জাম্মিল হোসাইন চৌধুরী। বিজ্ঞপ্তি