নগরীতে আরও ১৩ মাদকসেবীর কারাদন্ড, কারাগারে প্রেরণ

23

স্টাফ রিপোর্টার :
নগরীর বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আরও ১৩ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে র‌্যাব। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী সিলেট ক্যাম্পের সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী ও সহকারী কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।
সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছে- সদর উপজেলার শাহপরাণ থানার কাজি মুরাকিব আলীর পুত্র মো. আব্দুল বাশিত (৩৫)-কে ১ মাস, একই এলাকার সামাদ মিয়ার পুত্র জুয়েল ইসলাম (১৯)-কে ৩ মাস, জালালাবাদ থানার কালীঅবাড়ি এলাকার মিরাজ মিয়ার পুত্র কাজল মিয়া (২৮)-কে ৩ মাস, কাজীটুলা এলাকার মো. আব্দুল আহম্মদের পুত্র মো. পিন্টু খান (৩১)-কে ৩ মাস, একই এলাকার মারুফ আহম্মদের পুত্র দুলাল আহম্মদ (২৪)-কে ১৫ দিন, ঢাকা জেলার ধামরাই থানার ফজলুল হকের পুত্র মো. জাহাঙ্গীর (৩৫)-কে ১ মাস, দক্ষিণ সুরমার সাধুর বাজার এলাকার মৃত আব্দুল মান্নানের পুত্র মো. রুবেল (২৫)-কে ১ মাস, কুমিল্লার কোতোয়ালী থানা এলাকার মৃত বাচ্চু মিয়ার পুত্র মো. শরীফ (২৫)-কে ১ মাস, শাহপরাণ থানার বাহুবল এলাকার মৃত কালাই মিয়ার পুত্র মোস্তফা আলী (৩৮)-কে ১০ দিন, নোয়াগাঁও এলাকার মৃত মশরু বুল্লাহর পুত্র আকবর আলী (৪৮)-কে ১০ দিন, বিয়ানীবাজার উপজেলার মৌয়াখালী গ্রামের মৃত হারিছ আলী বদরুল ইসলাম (২২)-কে ১৫ দিন, একই এলাকার মোস্তাই মিয়ার পুত্র মারুফ আহমেদ (৩৯)-কে ১৫ দিন, সুনামগঞ্জের বিশ^ম্ভরপুরের ভাতের টেক গ্রামের মৃত আব্দুল হোসেনের পুত্র বাচ্চু মিয়া (৫২)- কে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, ৪ পুরিয়া গাঁজা উদ্ধার করে ধ্বংস করা হয়েছে এবং সকল মাদক সেবীদের সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত কয়েকদিন ধরে চলমান অভিযানে আরো প্রায় ৪০ জন মাদকসেবীদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।