সিলেট চেম্বার নেতৃবৃন্দের সাথে কাস্টম্স, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট এর মতবিনিময়

49

গত ২১ মে সোমবার চেম্বার বোর্ড রুমে সিলেট চেম্বার এর উদ্যোগে কাস্টম্স, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, সিলেট ও নয়াসড়ক বিজনেস এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এর সভাপতিত্বে সভায় কাস্টম্স, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, সিলেট এর অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান বলেন, সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে ভ্যাট বিভাগ কাজ করছে। সঠিকভাবে ভ্যাট আদায় না হলে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয় না। এ ব্যাপারে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন। তিনি যেসব ব্যবসায়ীগণ এখনও ইসিআর মেশিন চালু করেননি তাদেরকে ইসিআর মেশিন চালুর অনুরোধ জানান। এছাড়াও তিনি ভ্যাট স্তর অনুযায়ী ব্যবসায়ীদেরকে নিজ নিজ প্রতিষ্ঠানের ভ্যাট পরিশোধের আহবান জানান। সভায় ব্যবসায়ীগণ ভ্যাট আহরণের লক্ষ্যমাত্রা পূরণের নিয়মিত ভ্যাট প্রদানকারী ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি না করে ভ্যাটের পরিধি আরো বৃদ্ধির অনুরোধ জানান। ব্যবসায়ীগণ বলেন, বর্তমানে বিদ্যুৎ বিল, দোকান ভাড়া, দোকান ভাড়ার উপর ভ্যাট, কর্মচারীদের বেতন ইত্যাদি খরচ অনেক বেড়ে যাওয়ায় ব্যবসার মুনাফা অনেক কমে গেছে। তার উপর ব্যাংক ঋণের বোঝা ব্যবসায়ীদেরকে বহন করতে হচ্ছে। তাই তারা রাজস্ব আদায়ের ক্ষেত্রে ব্যবসায়ীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার অনুরোধ জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাস্টম্স, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট সিলেট এর সহকারী কমিশনার মোঃ আহসান উল্লাহ, মোহাম্মদ জাকারিয়া, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক এবং ভ্যাট, বাজেট, শুল্ক, কর ও ট্যারিফ সাব কমিটির আহবায়ক মোঃ হিজকিল গুলজার, পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, নয়াসড়ক বিজনেস এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমেদ সেলিম, ব্যবসায়ী তাহমিদুল হাসান, কবির খান, স্বাধীন আহমদ, নীহার কুমার রায়, হোসেন আহদ, দিলীপ দাস ও কয়ছর আলম। এসময় উপস্থিত ছিলেন কাস্টম্স, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, সিলেট এর কর্মকর্তা নারায়ন সুর, শ্রাবনা আফরিন, বনলতা রায়, শাহ্ বিলকিস আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি