সিলেটে আটক হওয়া রোহিঙ্গা নারীকে চট্টগ্রামে প্রেরণ

31

স্টাফ রিপোর্টার :
সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে আটক হওয়া রোহিঙ্গা নারী হাসিনা বেগমকে (২৩) চট্টগ্রামের প্রেরণ করেছে মোগলাবাজার থানা পুলিশ। সোমবার বিকেল ৩ টার দিকে ৫ পুলিশ সদস্য দিয়ে তাকে কক্সবাজার শরণার্থী আন্তর্জাতিক সেলে পাঠানো হয়েছে বলে মোগলাবাজার থানার ওসি আনোয়ারুল হোসাইন জানিয়েছেন।
এর আগে গত রবিবার বিকেলে রোহিঙ্গা নারী হাসিনা বেগমকে পাসপোর্ট অফিস থেকে তাকে পুলিশ আটক করে মোগলাবাজার থানায় নিয়ে যায়।
জানা গেছে, গত রবিবার সকালে রোহিঙ্গা নারী হাসিনা বেগম সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে নতুন পাসপোর্ট করতে যান। সেখানে পাসপোর্ট অফিসের আবেদন গ্রহণকারী কর্মকর্তার সন্দেহ হলে পাসপোর্ট অফিসে নিয়োজিত পুলিশের হাতে তাকে হস্তান্তর করা হয়। পরে পাসপোর্ট অফিসে নিয়োজিত পুলিশ মোগলাবাজার থানাকে খবর দিলে তারা ঘটনা স্থলে এসে হাসিনা বেগমকে আটক করে মোগলাবাজার থানায় নিয়ে যান।
এ বিষয়ে সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক এ কে এম মাহজারুল ইসলাম বলেন, সকালে এক মহিলা নতুন পাসপোর্ট করতে আসলে কর্তব্যরত কর্মকর্তার সন্দেহ হলে পাসপোর্ট অফিসে নিয়োজিত পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে মোগলাবাজার থানা পুলিশ এসে তাকে নিয়ে যায়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন বলেন, রোহিঙ্গা নারী হাসিনা বেগমকে সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল সোমবার পুলিশ স্কডের মাধ্যমে রোহিঙ্গা নারী হাসিনাকে চট্টগ্রামের কক্সবাজার শরনার্থী আন্তর্জাতিক সেলে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বছর ৩ আগস্ট বৃহস্পতিবার সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে দুই রাখাইন তরুণীকে দালালসহ আটক করা হয়।