মহানগর বিএনপির জরুরী সভা ॥ মহানগর ঘোষিত সকল ইফতার মাহফিল বাতিল, ৩০ মে ইফতার সামগ্রী বিতরণ

30

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন- আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজানেও গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারান্তরীণ। যা জাতির জন্য দুঃখজনক। কারাগারে দেশনেত্রীর প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে। মানসিকভাবে বিপর্যস্ত করতেই সেহরি ও ইফতারে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রীকে নিম্ম মানের খাবার পরিবেশন করা হচ্ছে। এর পরিণতি ভালো হবে না। দেশনেত্রীকে কারাগারে রেখে আমরা বর্নাঢ্য ইফতার আয়োজন করতে পারিনা। এই রমজানের মধ্যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় জনতার ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে গেলে বাকশালী সরকারকে কঠোর মূল্য দিতে হবে।
তিনি শনিবার সিলেট মহানগর বিএনপির উদ্যোগে জিন্দাবাজারস্থ নগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে রমজান মাসে মহানগর বিএনপি ঘোষিত ২৭ ওয়ার্ডের ৯টি ইফতার মাহফিল বাতিল করা হয়। এছাড়া মাহফিলে আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এতিম ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গৃহিত হয়। শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, হুমায়ুন কবির শাহীন, সালেহ আহমদ খসরু, প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল হক জিয়া, আব্দুস সাত্তার, আব্দুল আলিম দীপক, আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, আলী হোসেন বাচ্চু, মাহবুব কাদির শাহী, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক সিটি কাউন্সিলার সৈয়দ তৌফিকুল হাদী, মুকুল মোর্শেদ ও মাহবুব চৌধুরী, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রচার সম্পাদক শামীম মজুমদার প্রমুখ। বিজ্ঞপ্তি